নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার্ড নাট

সভ্য সমাজের অসভ্য নাগরিক।

হার্ড নাট › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবাসীর সমর্থন রঙ্গ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৫

আমাদের ভাগ্য ভাল যে পাকিস্তান বিশ্বকাপ
ফুটবল খেলার সুযোগ পায়না।
যদি খেলতে পারতো তবে আর্জেন্টিনা ব্রাজিলের
পতাকার বদলে আকাশে শুধু পাকিস্তানের
পতাকা উড়তো।এদেশে প্রচুর পরিমানে সমর্থক
থাকায় যখন সংবাদ সম্মেলনে পাকিস্তানের
ক্যাপ্টেনকে বাংলাদেশ সম্পকে প্রশ্ন করা হত
তখন ম্যারাডোনার মত না চেনার কথা বলতো না।
বরং সে মুচকি হেসে উত্তর দিত "ও আচ্ছা। এ
তো সেই বাংলাদেশ যেখানে একসময় আমাদের
পূর্বপুরুষরা খুন ধর্ষণ করে বেড়াত।"
আসলে ভারত পাকিস্তান দুইটা জাতই খারাপ।
পাকিস্তান আগেই নিজেদের প্রমান করছে আর
ভারত এখন প্রমান করতেছে তারা কি জাত।
কখনো পানি আটকায় আবার কখনো নিরীহ মানুষ
গুলি করে মারে।
যতটা মনেপড়ছে ক্লাস ফোর ফাইভে এক স্যারের
সাথে বসে খেলা দেখছিলাম।তো স্যার
আমাকে অনেক্ষন ধরে বুঝালেন যে বিশ্বকাপের
সবগুলা দলকেই সমর্থন করতে হয়, খেলা উপভোগ
করতে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্যার এই দুই
দেশকে ঘৃনা করতে আমার কোন আপত্তি নেই।
আমি এদের ঘৃনা করে যাবো।
কখনো কখনো ঘৃনা করতেও শিখতে হয়।
আমি সেটা শিখে গেছি।
আসলে বাঙালি ভালবাসতেও জানেনা,
বাঙালি ঘৃনা করতেও জানেনা।
ভালবাসতে জানলে রক্তদিয়ে অর্জন করা এই
বাংলাদেশটাকে ভালবাসতো, আর
ঘৃনা করতে জানলে ওই ঘাতক, খাটাশের
দেশদুইটারে অনেক আগেই ঘৃনা করতো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: একমত। স্বাগতম ব্লগে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯

হার্ড নাট বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.