নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার্ড নাট

সভ্য সমাজের অসভ্য নাগরিক।

হার্ড নাট › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ ৬ মাস নিশিদ্ধ।

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯

অভিনন্দন বাংলাদেশ। এই খুশির মাঝেও ঘটলো সেই লজ্জাজনক ঘটনা। আবারও ব্যাটিং পেল না নাসির হোসেন।বিসিবি সভাপতি বলেছেন " কে বা কারা দায়ী, তাদের শাস্তির আওতায় আনা হবে।" নাসিরের ব্যাটিং না পাওয়া প্রসঙ্গে -

তামিম- ভাই এমনিতেও আমার শরীল ভালনা তাই আগেভাগেই আউট হইছি। নাসিরের কথা আমার মাথায় ছিল।

সৌম্য - যখনই নাসির ভাইর মুখটা ভেসে উঠলো তখনই আউট হইছি। আমার কি দোষ।

লিটন - সে আমার সিনিয়র। তারপ্রতি শ্রদ্ধা রেখেই আউট হইছি নাহলে আরেকটু ব্যাটিং করতাম।নিজের ক্যারিয়ারের কথাও ভাবিনাই।

মুশফিক - রান আউট হইছি। শুধু নাসিরের জন্য।যখন দেখলাম ভারতের গাধাগুলা আমাকে আউট করতে পারবোনা তখন এই পথ বেছেনেই।আমার বিবেক আছে।

মাশরাফি - নিজেকে অপরাধী মনেহচ্ছে। ছেলেটাকে দিয়ে বোলিং করালাম অথচ ওরে দুইটা বল ব্যাটিং দিতে পারলাম না।

পাপন - তদন্তে উঠে এসেছে নাসিরের ব্যাটিং না পাওয়ার পেছনে সাকিব এবং সাব্বির দায়ী। ওরা দুইজন ছয়মাস নিশিদ্ধ।

ধোনী - চৌধুরি সাহেব আমরা হয়তো রান কম করি, ম্যাচ হেরে যাই তবে দলের সবাইকে ব্যাটিং দেই।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজা পেলুম।

২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫১

হার্ড নাট বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: রম্যপ্রচেষ্টা চলনসই হয়েছে।

২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬

হার্ড নাট বলেছেন: চেষ্টা করেছি।

৩| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা

২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫৭

হার্ড নাট বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.