নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র........

হাসান৭৮৬

আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??

হাসান৭৮৬ › বিস্তারিত পোস্টঃ

আহ! শৈশবের দিনগুলো

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

স্কুল বা ছোট বেলার দিনগুলোতে হুট
করেই বন্ধুত্ব হয়ে যেতো...!

যেই ছেলেটা লুকোচুরি খেলার সময়
চোর হয়ে আমার পিছনে টানা ৫
মিনিট ছুটেছিল, সে আমার বন্ধু হয়ে
গিয়েছিল ...
ছোট্ট চুলের ঐ মেয়েটা একটা চুইংগাম
দিয়েছিল ক্লাস টু তে, সেদিনই আমার
বন্ধু হয়ে গেছিল...
পাশের বেঞ্চের ছেলেটা রোজ
চুপচাপ বসে থাকতো সারাদিন, কারণ
ছাড়াই সেও আমার বন্ধু হয়ে গেলো..!
আর মারামারি করা সেই গূণ্ডা
ছেলেটাও অদ্ভুত ভাবে পরের দিনেই
বন্ধু..!

এই হুট করে হয়ে যাওয়া বন্ধুত্বটা হুট
করেই ভেঙে যেতো না ... ৫ টাকা
দিয়ে অনেকগুলা Sticker কিনে বন্ধুদের
খাতায় লাগিয়ে দেওয়া ... বাবল গাম
খেয়ে টেট্যু পেলে ছেলেটার হাতে
বসিয়ে দেওয়া কিংবা ট্রাম্প
কার্ডগুলা নিয়ে একসাথে বসে
যেতাম........

কি সহজ, কি সুন্দর ছিল সেসব বন্ধুত্ব !!
সেই বন্ধুত্বে আড়ি ছিলো ... রাগ
ছিলো ... মজা ছিল জেলাস ছিলো ...
খেলার মাঠে ল্যাং মেরে ফেলে
দেয়া ছিল এক সাথে কান ধরে দাড়ান
ছিল... টিফিন নিয়ে মারামারি ছিল
... সব ছিলো !!

এখনকার বন্ধুত্বেও সবই আছে ... শুধু "সহজ" -
নামক জিনিসটা নেই !!

এখন আর বন্ধুরা "আড়ি" করে না, কিন্তু
বাইরে থেকে "ব্যস্ততা" নামক একটা
অজুহাত দিয়ে ভুলে যেতেও সময়
নেয়না
এখনো বন্ধুরা ''অভিমান " করে... কিন্তু
"জেদ'' দেখিয়ে দুটো কথা বলে না ...
"Ignore'' করে ... যেটা সব চেয়ে
খারাপ লাগে..!!

এখনো বন্ধুদের মাঝে "জেলাস'' থাকে
... কিন্তু আগের মত সামনে থেকে
ল্যাং মেরে ফেলে দেওয়া হয় না ...
এখনকার "jealously" মানে পেছন থেকে
ছুরি মারা নীরবে নিঃশব্দে !!

এখন বন্ধুরা বন্ধুকে ভুলে যায় ... "Girlfriend"
বা "Boyfriend" নিয়ে জগত সাজিয়ে
নীরবে জানিয়ে দেয় "এখন আর
তোদের দরকার নেই "
এখনো "ঝগড়া" হয় ... তবে নীরব ঝগড়া ...
যাকে ইংরেজিতে বলে "COLD WAR" ...
... এই ঝগড়ায় কোন কথা কাটাকাটি
নেই ... না আছে রাগের প্রকাশ,
নীরবতার ছুরি দিয়ে একজন আরেকজনের
ভেতরটাকে সহজেই কাটাকাটি করে
ফেলে !!

কেউ এখন আর সরাসরি কিছু বলে না
আগের মত ... কপাল কুচকে বলে না...
"ঐ শালা তুই আমার ''স্টিকার'' কেন
নিলি ?"
"তুই আমার ''টিফিন'' টা কেন খেলি?"
সবাই বড্ড Mature ... সবার বড্ড বেশিই
Ego... সবাই সবাইকে "বুঝে নেয়" ... বুঝে
নিতে গিয়েই ভুল হয়ে যায় ...
ইংরেজিতে যাকে বলে -

''মিসআন্ডারস্ট্যান্ডিং"

সময়ের সাথে সাথে আজ সবকিছু বড্ড
বেশিই জটিল হয়ে গেছে ... চিন্তা,
ভাবনা, কথা, কাজ ... সব ... আমরা কেউ
কাউকে সরাসরি জিজ্ঞেস করি না
"কেন এটা করলি ??"
আমরা মনে মনে ভেবে নিইঃ
"সে কেন এটা করলো ?? নিশ্চয়ই......"
আঙুলের সাথে আঙুল মিলিয়ে চোখের
দিকে তাকিয়ে "আড়ি" নেয়ার
দিনগুলোই বোধ হয় ভালো ছিল ... অন্তত
কারণটা তো জানতাম !!
ছোট্ট বেলাটার ছোট্ট জামাটাই বেশ
ছিল, গাল টিপে আদর খাওয়া টাই বেশ
ছিল.....!

এখন হুট করে চোখের সামনে "Add Friend"
অথবা "Unfriend" বাটনটা যখন চোখের
সামনে চলে আসে , কারণ খুজতে খুজতে
মনে পড়ে যায়

'' উঁহু ! ভুল করেই বোধহয় বড় হয়ে গেছি ..!

কি অমন ক্ষতি হতো যদি ছোট্ট টাই
থেকে যেতাম ..!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.