![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
কেমন করে বদলে গেলো কেমন করে বদলে যায়,
সবাই বলে দেখলে ফিরে তারি একটা হিসেব পায়।
হিসেব দিয়ে কাজ চলেনা মনের ভিতর উল্টো রথ,
আকাশ পাড়ে চাদের সেতু ত পা হারালে সে চেনা পথ।।
পুকুর পাড়ে প্রাচীন ঢিবি বাড়ছে বয়স চার দশক,
তারপর ও তার চিনহ কিছু রয়ে গেছে আজি তক।
চিহ্ন সে তো সব কথা নয় অন্তরে তার বেজায় ফাক,
কী করে যে ভুলেই আছি জীবন নিলো নতুন বাক।
নতুন মাঝি নতুন পথে হাল ধরেছে নতুন নায়,
শুধু আমার বোঝে না অবুঝ মন যে তাকেই চাই।
কালের বেলা চড়ছে ভেলা সাঁঝের বেলা দিবস শেষ,
পর দিবসে নতুন মেলার রয় না লেশ।
এমনি করে চলছে দিবস এমনি করে রাত্রি হয়,
মনের মাঝে সাঁঝ নামে না সেথা তোমার নেই তো ক্ষয়।।
©somewhere in net ltd.