![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
! !! !!! প্রতিটা মানুষ বেঁচে থাকে পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ,, আমার হয়তো ভবিষ্যতের স্বপ্ন নেই কিন্তু পুরনো স্মৃতিগুলোতো আছে যা তোমায় নিয়ে ,, তাই নিয়ে বাঁচার চেষ্টা করছি ,, জানি না কতদিন পারব ,, তবে অনেক বেশি পচ্ছন্দ করি তোমার স্মৃতিগুলো আকঁড়ে রাখতে ,,তাই হয়তো এখনও পারছি ,, অনেকেই বলে নতুন মুহূর্ত দিয়ে না কি পুরনো স্মৃতি মুছে ফেলা যায়,, এটা তো সম্ভব নয় কারণ ওরা তো জানে না আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো যে তোমার সাথে,, তাই ভুলতেও পারিনা তোমায় ,,মুছে ফেলতে পারিনা তোমার স্মৃতিগুলো মুছে ফেলতে চাচ্ছি না কারণ স্মৃতিশূণ্য হয়ে কি মানুষ বাঁচে তুমিই বল ?? জানি না কেন এখন অনেক বেশি ভয় পাই ভালোবাসা নামক অনুভূতিটাকে ,, তবু ও তোমায় ভালোবাসতে তো পারছি ...,,.....
জানিইতো আমি চাইলেও তুমি আর আসবেনা ...তবু ও শুধু অপেক্ষা......
©somewhere in net ltd.