নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র........

হাসান৭৮৬

আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??

হাসান৭৮৬ › বিস্তারিত পোস্টঃ

কেটে যাচ্ছে আরো একটি নির্ঘুম রাত!!!

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

কটা সময় ছিল যখন তুমি আমাকে ছাড়া থাকতে পারতে না। আর এখন তুমি অনেক বদলে গেছো। আমায় ছেড়ে খুব ভালো করে থাকতে পারছো। আমি সেই আগের মত আছি। না আমিও অনেক বদলে গেছি। নিজের কষ্ট টা পাথর চাপা দিয়ে সবার সামনে হাসছি, এইভাবে অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত। যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে না পাবার হাহাকার নিয়েই বেঁচে থাকব। কে আছে যে আমার থেকে বেশি তোমায় ভালবাসে ? যতদিন আমি আছি কেউ তোমাকে আমার থেকে বেশি তোমাকে ভালবাসতে পারবে না। আমি কাউকে দেবনা আমার থেকে বেশি তোমাকে ভালবাসতে, এ যে আমার নিজের কাছে অলিখিত প্রতিজ্ঞা। আমার কথা গুলো তুমি দেখবে না, যেদিন তুমি আমায় বুঝবে, আমি তোমায় ছেড়ে দূরে অনেক দূরে থাকবো। সেইদিন টা তেও তোমাকেই ভালবাসবো।
কেটে যাচ্ছে আরো একটি নির্ঘুম রাত। এটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। কখনো কোনো রাতে দু চোখের পাতা এক করতে পারি নি। রাতের নিঃস্তব্ধতা আমার সাথে বন্ধুত্ব পাতিয়েছে। তাই তো কেবল নিঃস্তব্ধ হয়ে শূন্য চোখে চেয়ে থাকি আর ভাবি, “রাত বাড়ছে, হাজার বছরের পুরুনো সেই রাত”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.