![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
এই লিখা প্রথম কবিতা তোমার নামে
মিশে আছো তুমি আমার প্রতিটা ক্ষনে ক্ষনে
বুঝায় তোমায় কেমনে?
মনে পড়ে তোমার সাথে কাটানো সেই রাত গুলো
মনে পড়ে যায় ঘটে যাওয়া সেই পাপ গুলো
অধির আগ্রহ নিয়ে বসে থাকা তোমার অপেক্ষায়
তোমার কী পড়ে মনে?
জানি তুমি ও নিরুপায় অসহায়
এই সমাজের বাধা দেওয়ালে,
আমি যে খেলে যায় তোমার সাথে
মনের অভিসারী খেয়ালে।
আমি কী আছি তোমার ধ্যানে?
©somewhere in net ltd.