![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
সাজের বেলায় আপন হেলায়
হাটি একা একা
মনের জোরে বারে বার
কল্পনায় হয় দেখা।
জেল খানার মত বন্দী শেকলে
আসে নিয়মের বাধা
প্রেম দরিয়ায় ডুব দিয়েছি
তুমিই আমার রাধা।
দাবী আমার একটায়
তোমাকে যেনো না হারায়
আসুক ঘোর অমানিশা,
সাথে আছি পাশে থেকো
জীবনে এই মোর প্রত্যাশা।
হারাতে দিব না কবু বেধেছি এই মন
যেন কাঠালের আঠা,
ভালবাসায় বেচে রবো দুজন
যাক তবে যাক এই চের কাটা।
সাথে থাকার প্রতিজ্ঞা করেছে এই মন
শত বাধার দেয়াল ভাংগবে ক্ষন ক্ষন,
নতুন সূর্যের সাদা আলোর ঝলমলে
আমাদের প্রেম রবে চিরকালে
এই শুধু আরাধনা,
বিধাতা পূর্ণ করো চাওয়া পাওয়া মোর
এই যে আমার প্রার্থনা।
©somewhere in net ltd.