নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র........

হাসান৭৮৬

আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??

হাসান৭৮৬ › বিস্তারিত পোস্টঃ

ভালো আছি একাকী

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

ভালো আছি একাকী
আমার আকাশে চাঁদ এখনো হাসে
নিস্তব্ধ রাত ভাবনাহীন কেটে যায় নিমিষেই
কে বা মনে রেখেছে,কিংবা কারে কে ভালবাসে?
বুঝতে পারিনা, তুমি যে আর নেই কাছে
তাই ঘুমের রাজ্যে স্বপ্ন দেখি।

ভালো আছি একাকী
আমার মনের বাগানে ফুল এখনো ফুটে
প্রজাপতির দল গুলো হাতছানি দিয়ে ডাকে,
তবুও মাঝে মাঝে স্মৃতিগুলো তাড়া করে
হৃদয় গহীনে কষ্টরা আবার জেগে উঠে
তাই স্মৃতির পর্দা ভেদকরে আকাশের তারা দেখি।

ভালো আছি একাকী
কোন চিন্তা নেই হারিয়ে যাওয়ার ভাবনা নেই
অজানা পথে নিঃসঙ্গ একলাই হাটি,
মনের মাঝে হঠাৎ করে প্রশ্ন জাগে
কে আজ আপন কিংবা কে কার খবর রাখে?
তাই সব ভুলে আবার জীবনের নতুন ছবি আঁকি।

ভালো আছি একাকী
এখন আর কেউ রাত জাগায় না
ঘুমের ঘোরে কেউ স্বপ্ন দেখায় না,
মনে করো না কেউ ভালো নেই
এইতো বেশ আছি, তোমার স্মৃতি নিয়ে বাচিঁ
একাকীত্বে যে সুখ আছে তা বুঝে গিয়েছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.