![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে ভাল কিছু করায় আমার উদ্দ্যেশ। মানুষকে উপকার করতে ভাল লাগে, উপকার করাার মধ্যে আনন্দ পাওয়া যায়। এমন উপকার করব না যা নিজের বা অন্যের ক্ষতি হয়
ভালোবাসার পাশেই একটা অসুখ
শুয়ে আছে।
ওকে আমি কেমন করে যেতে বলি,
ও কি কোনো ভদ্রতা মানবে না?
মাঝে মাঝেই চোখ কেড়ে নেয়,
শিউরে ওঠে গা।
ভালোবাসার পাশেই একটা অসুখ
শুয়ে আছে।
দু’হাত দিয়ে আড়াল করা আলোর
শিখাটুকু
যখন তখন কাঁপার মতন তুমি আমার গোপন
তার ভেতরেও ঈর্ষা আছে, রেফের মতন
তীক্ষ্ম ফলা।
ছেলেবেলার মতন জেদী
এদিক ওদিক তাকাই তবু মন তো মানে না।
ভালোবাসার পাশেই একটা অসুখ
শুয়ে আছে।
তোমায় আমি আদর করি, পায়ের
কাছে লুটোই।
সিংহাসনে বসিয়ে দিয়ে আগুন
নিয়ে খেলি।
তবু নিজের বুক পুড়ে যায়, বুক পুড়ে যায়
বুক পুড়ে যায় কেউ তা বোঝে না
ভালোবাসার পাশেই একটা অসুখ
শুয়ে আছে।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৯
হাসান স্কাই৯৯৯ বলেছেন: প্রথম মন্তব্য করাার জন্য ধন্যবাদ নুসরাতসুলতানা আপু
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
একলা ফড়িং বলেছেন: স্বাগতম!
হ্যাপি ব্লগিং
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৭
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং পোস্ট টু মারার জন্য
৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
আমি সাদমান সাদিক বলেছেন: সুন্দর হয়েছে ।।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যবাদ আমি সাদমান সাদিক
৪| ১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১৭
আফ্রি আয়েশা বলেছেন:
ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে।- চমৎকার লাইন
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৮
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যবাদ আফ্রি আয়েশা আপু পোস্ট আসার জন্য
৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪
রাতুলবিডি৪ বলেছেন: শিয়ালের মত একশত বছর জীবন ধারণের চেয়ে সিংহের মত একদিন বাঁচাও ভাল - সক্রেটিস
আসলেই সক্রটিস এটা বলেছেন ?
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩১
হাসান স্কাই৯৯৯ বলেছেন: আমার মনে হয় সক্রটিস এই উক্তিটি দিয়েছন। আমি বিভিন্ন ব্লগে এই উক্তিটা দেখেছি।
৬| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩
অস্পিসাস প্রেইস বলেছেন: ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে।- চমৎকার লাইন
১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১০
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যাদ অস্পিসাস প্রেইস কষ্ট করে পড়ার জন্য
৭| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
রাতুলবিডি৪ বলেছেন: কোন রেফারেন্স দিতে পারবেন ? জানতে চাইছিলাম।
১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
হাসান স্কাই৯৯৯ বলেছেন: কিসের রেফারেন্স বুঝতে পারলাম না?
৮| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২
রাতুলবিডি৪ বলেছেন: আমার মনে হয় সক্রটিস এই উক্তিটি দিয়েছন। আমি বিভিন্ন ব্লগে এই উক্তিটা দেখেছি। বিভিন্ন ব্লগ লিন্কের রেফারেন্স চাইছিলাম ।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬
হাসান স্কাই৯৯৯ বলেছেন: স্যারি ভাই আমার সঠিক তথ্য জানা ছিলনা।
আপনি ব্লগার Kawsar Siddiqui এর এই (৪০ টি উক্তি)[১৫. নাম্বার উক্তি] পোস্টে দেখতে পারেন। আমি এখানে প্রথম দেখেছিলাম
Click This Link
সাইবার অভিযত্রী ভাই সঠিক তথ্য দিয়েছেন।
৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: http://en.wikiquote.org/wiki/Tipu_Sultan
To live like a lion for a day is far better than to live for a hundred years like a jackal.
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যবাদ সাইবার অভিযত্রী ভাই সঠিক তথ্য দেবার জন্য
১০| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০২
শক্তি শুধা বলেছেন: ভালো লাগল, লিখতে থাকুন।
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৮
হাসান স্কাই৯৯৯ বলেছেন: ধন্যবাদ শক্তি শুধা ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৭
নুসরাতসুলতানা বলেছেন: কবিতা ভাল লাগলো- লিখতে থাকুন।