নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have no special talent. I am only passionately curious.It’s not that I’m so smart; it’s just that I stay with problems longer.

ভায়োলেন্স

বলতে পারবো না।

ভায়োলেন্স › বিস্তারিত পোস্টঃ

CLASH of CLANS

০২ রা মে, ২০১৬ রাত ১:৫১


এখন অনেকেই ভিডিও গেমস খেলে থাকেন।স্মার্টফোন হাতের নাগালে আসাতে অনেকেই গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়েন।তারমধ্যে সিওসি(COC) গেমসটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়।অনেকেই ককের(COC) কথা শুনলে নাক শিটকান।কিন্তু যারা কক(COC) খেলে তাদের ভালোবাসার জায়গা থেকে সম্মান দিতে হবে।কক(COC) একটা সার্বজনীন গেম।স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজে,ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও এই গেম খেলে থাকেন।এমনকি পেশাজীবী লোকজনও এই গেম খেলে থাকেন।একটা জিনিসের মধ্যে ভালো লাগার কিছু না থাকলে এতো মানুষ এই গেমটা খেলতো না।আমার এক বড় ভাই তার ফেসবুক ওয়াল এ কক(COC) সম্পর্কে একটা কমেন্ট করেছিলো যে-কক(COC) খেললে সময় কেটে যায়,গারলফ্রেন্ডকে ভুলে থাকা যায়।অনেক ভালো লেগেছিলো কমেন্টটা।এই গেমে নারী সদস্যদের বিচরন চোখে পড়ার মতন।এই বিশ্বকাপ-২০১৬ তে বাংলাদেশ ভারতের কাছে যখন হেরে গেলো তখন আমার এক বন্ধু বললো-যে ছেলেকে সারাদিন ঘরের কোনায় বসে কক(COC) খেলতে দেখছি সে আজকে ঘরের কোনায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে।দোস্ত কান্দিস না আমরাও একসময় ক্রিকেটে আধিপত্য করবো।এতোকিছু বলার মূল কারন হলো আজকে মে মাসের ২ তারিখ।১লা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়।কক(COC) খেলায় ৫টা বিল্ডার থাকে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে ভিলেজটা খুব সুন্দর এবং অনেক বড় হয়।এই মহান মে দিবসে তাদের শ্রদ্ধার্তে আমার এই লেখাটা।লেখাটা লিখছি শুধুমাত্র ককপ্রেমীদের জন্য।যারা এটা বুঝেন না তারা মুড়ি খান।#happy_clashing

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ২:৫৯

বিষাক্ত আমি বলেছেন: মজা পাইছি..... যদিও আমি কক খেলিনা।

০২ রা মে, ২০১৬ রাত ৩:৫৯

ভায়োলেন্স বলেছেন: ধন্যবাদ মজা পাওয়ার জন্য।গেমটা একটু ট্রাই করতে পারেন।

২| ০২ রা মে, ২০১৬ রাত ৩:৪৫

কাব্য পূজারি বলেছেন: coc,cok,aol গেমগুলো ভালোই। কিন্তু এসব গেমের সমস্যা হচ্ছে কিছুদিন পর আর ভালো লাগে না।
আমরা ভালোবাসতে জানিনা বলেই হয়তো গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড থেকে দূরে থাকতে হয়।
সকল শ্রমিকদের জন্য শ্রদ্ধা

০২ রা মে, ২০১৬ ভোর ৪:০৫

ভায়োলেন্স বলেছেন: একঘেয়েমি ব্যাপারটা থাকবেই সকল ক্ষেত্রে,কিন্তু কিছুদিন দূরে থাকলে আবার ভালো লাগে।হমম,তাহলে ভালোবাসাটা আগে শিখতে হবে।অনেক ঝামেলা কিন্তু মজা।

৩| ০২ রা মে, ২০১৬ ভোর ৪:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Eishob game kheli nai, but post ta mojar.

০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫৫

ভায়োলেন্স বলেছেন: thanx apnake.for your good comment.

৪| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৭

ফয়সাল রকি বলেছেন: কক খেলায় যে একটা মাদকতা আছে সেটা না জানলে তো চলবে না।
তবে মে দিবসে সবাইকে এক সাথে ছুটি দিলেন কেমনে? আগে থেকেই প্ল্যান করা ছিল নাকি? আমার বিল্ডাররা তো কাজে ব্যস্ত!
কক বিষয়ক আমারও একটা ছোট লেখা ছিল.... দেখতে পারেন সময় থাকলে।

০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫৯

ভায়োলেন্স বলেছেন: নেশাদ্রব্য আসলেই ভালো জিনিস।৪ টা এমনিতেই ফাঁকা ছিলো।আর,একটাকে জেমস খরচ করে ফ্রি করছি।হমম,অবশ্যই আপনার লেখাটা দেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.