নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have no special talent. I am only passionately curious.It’s not that I’m so smart; it’s just that I stay with problems longer.

ভায়োলেন্স

বলতে পারবো না।

ভায়োলেন্স › বিস্তারিত পোস্টঃ

হতাশার পোস্ট। কেউ সাহায্য করলে উপকৃত হবো।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১



মাথায় টাক পড়া একটা বড় সমস্যা।সমাজে কারোর সামনে মুখ দেখাতে পারি না।দিনের বেলা বের হলে মাথায় ক্যাপ পড়ে বেরোতে হয়।রাতে আলো কম থাকে বলে বেরোতে বেশি স্বাচ্ছন্দবোধ করি।দয়া করে কেউ পোস্টটা পড়ে হাশি তামাশা করবেন না।আমার চাইতে ৫-৬ বছরের বড় ভাইদের কাছেও আমি এখন অনেক বড়। মনে হয় আমার বিয়ে হয়ে বাচ্চা-কাচ্চা হয়ে গেছে।একটা মানসিক সমস্যার মধ্যে আছি।প্রেম করবো কি?মেয়েরা তো আঙ্কেল বলেই দূরে পালাবে।
যাই হোক এতোকিছু ভেবে লাভ নাই।এখন আমি মাথায় চুল গজাতে চায়,যদি কেও আমাকে এই ব্যাপারে সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হবো। কোন ভালো চিকিৎসক এর নাম জানা থাকলে আমাকে একটু জানাবেন।আর কোন ভালো পরামর্শ থাকলে আমাকে জানান।
ভাই,মূল কথা সম্মানের সাথে বাচতে চায়।সিনেমার ডায়ালগ অনেক শুনছি।বাস্তবতা হলো,কেও আমাকে নিয়ে হাশি তামাশা করুক এটা মানা খুব কষ্টকর।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৮

ব্যাড সেক্টর বলেছেন: ভাই হোমিও ঔষধ আছে একটা নাম আরনিকা শ্যাম্পু, এইটা দিয়ে আমার চুল পড়া বন্ধ হয়েছিলো। আপনি একজন ভাল হোমিও ডাক্তার দেখালে হয়ত উপকার পেতে পারেন।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ভায়োলেন্স বলেছেন: ধন্যবাদ ভাই।ভালো কোন হোমিও ডাক্তারের নাম জানা আছে?

২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৩

কলাবাগান১ বলেছেন: জানি না কাজ করে কিনা। কাল ডেলটার প্লেনে করে আসার সময় ম্যাগাজিনে দেখলাম এটা..নতুন টাইপ মনে হল
http://www.ebay.com/bhp/laser-hair-regrowth

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২

ভায়োলেন্স বলেছেন: দেখলাম।কিন্তু ভাই এটা অনেক কস্টলি।এখনো বাপের হোটেলে খায়।চাকরি করে তখন এতো ব্যয়বহুল ট্রিটমেন্ট করবো ভাবছি। এখণ হাতের নাগালে কিছু পাওয়া যায় এমন কিছু জানা থাকলে বলতে পারেন।
আর আপনার লিঙ্ক এর জন্য ধন্যবাদ ভবিষ্যতে আশা করি কাজে লাগবে।

৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৪

SwornoLota বলেছেন: ক্যাস্টর অয়েল। রেঁড়ির তেল। ফার্মেসিতে পাওয়া যায়।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৫

ভায়োলেন্স বলেছেন: ক্যাস্টর অয়েল আছে।আমি এটা ভিটামিন ই ক্যাপ এর সাথে মাঝেমাঝে ব্যবহার করি। রেঁড়ির তেল কি সব ফার্মেসিতেই পাওয়া যাবে?আর স্বাভাবিক তেলের মতোই কি ব্যবহার করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.