নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অজানা ভুবনে!

হাসান যোবায়ের

ফেসবুক এ আমি ..facebook.com/hasan.jubair1 বাংলা ভিডিও টিউটোরিয়াল www.projuktiteam.com

হাসান যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

ফটোশপের ৫০টি HD বাংলা টিউটোরিয়াল+ Photoshop CS6 সফটওয়্যার সহ অনেক কিছু নিন এক সাথে!!!:)B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

অনেক প্রতিক্ষার পর অবশেষে আমার তৈরি ফটোশপ DVD রিলিজ হয়েছে।। আসলে আমি একা মানুষ তাই সব কিছু নিজেকেই করতে হয়েছে। অনেকেই ফোন করে বা ম্যাসেজ দিয়ে অনেক তাগিদ দিয়েছেন আরো আগে রিলিজ করার জন্য। সব মিলিয়ে শুধুমাত্র DVD তৈরির কাজ শেষ করতেই প্রায় ১ মাস লেগে গেল।



আগেই বলে নিচ্ছি টিউটোরিয়াল তৈরি করার সময় ডিভিডি করার প্ল্যান ছিল না। প্রতিটি টিউটোরিয়াল ইউটিউবে দেখা যাচ্ছে। অনেক আগেই সেখানে আপলোড করা হয়েছে। বাংলাদেশে ইউটিউব ব্যান করার কারণে অনেক সমস্যা পড়েছেন সবাই। আমিও অনেক কষ্ট করে আপলোড করেছি। ইউটিউব থেকে ডাউনলোড করা এখন অনেক ঝামেলার। শুধু তাই নয় সবগুলো ভিডিও ডাউনলোড করতে অনেক ব্যান্ডউইথও খরচ হবে। সব মিলিয়ে DVD থেকে ভিডিওগুলো কালকেশন করাই উপযুক্ত।



প্রথমেই আসি ইউটিউব পরিসংখ্যানে। বাংলাদেশে ইউটিউব ব্যান, স্পীড সমস্যা সহ এত এত সমস্যার মধ্যেও ভিডিওগুলো এখন পর্যন্ত ১৩০০০+ দেখা হয়েছে এবং সাবস্ক্রাইভ রয়েছেন ১৫০+ জন! আশা করি এর মাধ্যমে ভিডিও কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ থাকবে না। :)



যারা এখনো আমার ফটোশপ ভিডিও টিউটোরিয়াল আগে দেখেননি বা এক নজরে সবগুলো টিউটোরিয়াল সম্পর্কেআইডিয়া পেতে দেখে নিতে পারেন Tutorial Trailer ভিডিওটি।

Tutorial Trailer









https://youtu.be/6YqwMuQSUJA



এছাড়াও শুধুমাত্র এই ভিডিওটি ডাউনলোড করতে পারেন এখান থেকে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ



ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।

ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার।

ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।

১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।

৭০০+ সেরা বাংলা ফন্ট।

স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে)

এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।



আর টিউটোরিয়ালের সূচিপত্র আপনি ডিভিডি কভারে দেখতে পাবেন।







ডিভিডি আপনার কম্পিউটার ড্রাইভে ঢুকানোর পর আপনার যদি অটোরান ওপেন থাকে তাহলে অটো একটি মেনু আসবে। যেখান থেকে আপনি সকল ফাইল ওপেন করতে পারবেন। অটোরান অফ থাকলে ডিভিডি আইকনে ক্লিক করেও সেই অটোরান মেনুটি আনতে পারবেন। চলুন এক নজরে দেখে নেই মেনুটি।







মেনু ওপেন করার সাথে সাথে চমৎকার একটি সাউন্ডও শুরু হবে। তবে আপনি ইচ্ছে করলে সেটা অফ করে দিতে পারেন মেনু থেকে।



শুধুমাত্র ডিভিডিতেই পাওয়া যাবে কিছু স্পেশাল প্রজেক্ট। এই ভিডিওগুলো একটু বেশি বিস্তারিত করা হয়েছে।



স্পেশাল প্রজেক্টে তৈরি করা ছবি।











ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল অর্থাৎ আপনি যেন ভিডিও দেখে দেখে নিজে নিজেও সেটা চেষ্টা করতে পারেন সেই জন্য সাথে থাকছে সকল অনুশীলন ফাইল। :)



ডিজাইনিং এর জন্য ফন্ট কালেকশনের বিকল্প নেই। সেই জন্য ডিভিডির সাথে থাকছে ১৫০০ ইংলিশ ফন্ট এবং ৭০০ বাংলা ফন্ট কালেকশন।

মূল্যঃ



দাম কেমন হবে এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আসলে আমি আগেই দাম নির্ধারণ করিনি। কারণ আমি জানতাম না কেমন খরচ হবে। তবে আমার একটি কৌতুহল ছিল আমার ডিভিডির দাম কত হলে সবার জন্য পারফেক্ট হবে। কারণ আমার টিউটোরিয়াল কোয়ালিটি আমার চেয়ে যারা দেখেছেন তারাই ভাল বলতে পারবে। আর তাই সেই দাম জানার জন্য আমি আমার ফেসবুক ফ্যানপেজে এই বিষয়ে মতামত চাই। অনেকেই অনেক রকম দাম বলেছেন। কেউ কম বলেছেন আবার কেউ অনেক বেশি বলেছেন। :P তবে সব মিলিয়ে কমন যেই দামটি ছিল তা হচ্ছে ২০০টাকা। অনেকেই এই দামটি বলেছেন।



খরচ সহ এবং অন্যান্য বিষয় সহ ডিভিডি কভারে মূল্য লিখা হয়েছে ৩০০ টাকা। আগেই ভয় পেয়ে যাবেন না। :P এখন সবাই যেন ডিভিডিটি কালেক্ট করতে পারে এবং যেহেতু নতুন রিলিজ করা হচ্ছে তাই ৩৩% ছাড় অর্থাৎ ২০০ টাকায় সবাই ডিভিডিটি কালেক্ট করতে পারবেন।



ভিডিওগুলো ফ্রী ইউটিউবে দেখতে পাবেন এখানে।



সংগ্রহ করার পদ্ধতিঃ





রকমারি.কম(rokomari.com):









গত বছরের শুরুর দিকে চালু হওয়া অনলাইন স্টোর রকমারি ডটকম দ্রুত জনপ্রিয়তা পায়। ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা থাকায় এ সাইটে বই/ডিভিডি অর্ডার দেওয়ার সময় টাকা পরিশোধ করতে হয় না। বইটি গ্রাহকের কাছে পৌঁছানোর পরই শুধু গ্রাহককে মূল্য পরিশোধ করতে হয়। দেশের যে প্রান্তেই হোক না কেন, মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে হডিভিডি/ ডিভিডি পৌঁছে দেয় রকমারি। বইয়ের সংখ্যা বেশি হলেও চার্জ একই। স্থানভেদে দুই থেকে ৫ দিনের মধ্যে পৌঁছে যায় কাঙ্ক্ষিত বই। উপহার হিসেবে এখান থেকে বই পাঠানোরও ব্যবস্থা আছে।

গ্রাহকদের সাড়া কেমন, জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্ণধার মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘সাড়া খুবই ভালো। ঢাকার বাইরের গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরের গ্রাহকদের সংখ্যা কাছাকাছি। গত এক বছরে আমরা ২৫ হাজারেরও বেশি মানুষের কাছে বই পৌঁছে দিয়েছি।’

চলমান একুশে বইমেলা উপলক্ষে বিশেষ আয়োজন করেছে রকমারি। ‘বইমেলা সারা দেশে’ স্লোগান নিয়ে মেলার কমিশনেই (২৫ শতাংশ) দেশের যেকোনো প্রান্তে বই পৌঁছে দিচ্ছে তারা।



সংক্ষেপে রকমারি সাইট সম্পর্কে জানানো হয়েছে। অর্ডার করা খুবই সহজ। সাইটে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। তারপর ফটোশপ ডিভিডিটি এখান থেকে ক্রয় করুন অপশন থেকে অর্ডার দিন।

রিভিউ অপশনে আপনাদের মতামত দিলে আরো ভাল হয়। :)



হেল্প লাইনে ফোন করেও অর্ডার দিতে পারেন। হট লাইন নাম্বারঃ ০১৫১৯৫২১৯৭৪-৫। যে কোন সমস্যায় ফোন করতে পারেন।



সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিভিডি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে হবে। আর আপনি একসাথে অন্যান্য বই/ ডিভিডিও অর্ডার করতে পারেন। চার্জ হবে ৩০ টাকাই! সাড়া বাংলাদেশ থেকে এভাবেই আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]

BCS কম্পিউটার সিটি IDB ভবনঃ



আপনার খুব কাছেই যদি IDB ভবন থাকে তাহলে সেখান থেকেও আপনি ফটোশপ ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। শেরে বাংলা নগরের এই ভবনটি হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি সরাসরি ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে ডিভিডিটি পাবেন তার ঠিকানাঃ



দোকানের নামঃ Nikor



দোকানের সিরিয়াল নাম্বারঃ ১২১ ( দ্বিতীয় তলা)। সিডি/ ডিভিডির দোকান। সিড়ির বাম পাশেই এই দোকান খুজে পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের ফটোশপ টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ২০০ টাকা। যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]



রবিবার এবং হরতালে এই মার্কেট বন্ধ থাকে।



মাল্টি প্ল্যান সেন্টারঃ



এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টি প্ল্যান সেন্টার আরেকটি বড় কম্পিউটার মার্কেট। এখান থেকেও আপনি ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করতে পারবেন। যে দোকানে পাবেন তার ঠিকানাঃ



দোকানের নামঃ Inexport Technology Ltd.



দোকান নাম্বারঃ ৬০৯, ৬ তলা, ৬৯/৭৪। সিড়ি লিফটের বাম পাশের দিকেই পাবেন। দোকানে গিয়ে হাসান যোবায়েরের ফটোশপ টিউটোরিয়াল ডিভিডির কথা বললেই হবে। মূল্য ২০০ টাকা।



যে কোন সমস্যায় আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]। হরতাল এবং মঙ্গলবার এই মার্কেট বন্ধ থাকে।

প্রবাসীদের জন্য ব্যবস্থাঃ



অনেকেই মেইল করে অথবা ফেসবুকে প্রবাস থেকে ডিভিডি সংগ্রহ করার কথা জানিয়েছেন। তাদের জন্যও এখন ব্যবস্থা করা হয়েছে। সংগ্রহ করতে আমাকে ফেসবুক অথবা মেইল করুন [email protected]







সীমাবদ্ধতাঃ



ভিডিও টিউটোরিয়াল শুরু করার আগে কখনো এই ধরণের কাজ করিনি। তাই প্রথম দিকের কিছু ভিডিওতে কিছু সমস্যা থাকতে পারে। তবে পরে ধীরে ধীরে সেই সমস্যাগুলো দূর করা হয়েছে।



ভিডিও টিউটোরিয়ালগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড ভিডিও টিউটোরিয়াল ফলো করে তৈরি করা হয়েছে। তারপরেও সমস্যা থাকলে জানাতে ভুল করবেন না।



ডিভিডি হাতে পাওয়ার পর কি কি সমস্যা রয়েছে বা আরো কি কি এড করলে ভাল হইতো তা মন্তব্য করে জানাতে ভুল করবেন না। তাহলে পরবর্তীতে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো।

পরবর্তী পদক্ষেপঃ



আমি এখন পর্যন্ত জানি না কেমন রেসপন্স পাবো ডিভিডি নিয়ে। ফটোশপ পরিপূর্ণ টিউটোরিয়াল এই ৫০ পর্বে শেষ করা সম্ভব নয়। তাই ভার্শন ২ বের করার প্ল্যান রয়েছে। তবে সব কিছু আপনাদের চাহিদার উপর নির্ভর করবে। কারণ টিউটোরিয়াল তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইলাস্ট্রেটর নিয়েও টিউটোরিয়াল করা যেতে পারে। সব কিছুই নির্ধারণ করবেন আপনারা।

ডিভিডি চেকঃ



আমি নিজে চেক করে বা আমার মাধ্যমে যে ডিভিডিটি গিয়েছে সেই ডিভিডিতে আমার সাইন থাকবে। তাই সাইন না থাকা ডিভিডির দায় দায়িত্ব আমি নিবো না। কারণ এই ডিভিডি কপি করে যে কেউ আপনার কাছে বিক্রি করতে পারে। তাই সেই ডিভিডিতে কোন সমস্যা থাকলে দায় আমি নিব না। তাই অবশ্যই এই সাক্ষর চেক করে নিবেন।



আর ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কেউ ডিভিডি কপি করতে পারেন। কিন্তু ব্যবসায়িকভাবে কেউ কপি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার যদি দোকান থাকে বা বড় কোন ধরণের প্ল্যান থাকে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।



পরিশেষে বলতে চাই টিউটোরিয়াল কেমন হয়েছে বা কেমন আশা করেন সব কিছুই জানতে চাই আপনাদের কাছ থেকে।



ধন্যবাদ সবাইকে।



আর হ্যা আমার নিজের ব্যক্তিগত ওয়েব সাইট খুলেছি। সেখানে সকল সফটওয়্যার এর আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাওয়া যাচ্ছে। ভিজিট করতে ভুলবেন না। এই পোস্টটি সেখানে এখন পর্যন্ত ১৮০+ ফেসবুক শেয়ার করা হয়েছে। :)

http://www.hasanjubair.com



যারা এই পর্যন্ত DVD হাতে পেয়েছেন তাদের মতামত জানতে ভিজিট করুন টেকটিউনস এবং আমার সাইট। :)

মন্তব্য ৬৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আপনার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে চাইছি। ঠিকানা মেইল করেন। @ [email protected]

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

হাসান যোবায়ের বলেছেন: সরাসরি সংগ্রহ করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে মেইল করছি চেক করেন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ইউসুফ খান বলেছেন: :) :) :) গ্রেট জব।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

হামিম ঢাকা বলেছেন: অস্থির বস, এগিয়ে যান। হ্যটস অফ টু ইউ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সাইবার সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ... !:#P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

হাসান যোবায়ের বলেছেন: :) :D

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

কক্ষচ্যুত বলেছেন: Nice to see this post.I am interested. will contact with u.

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

হাসান যোবায়ের বলেছেন: ok :)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রাতুল_শাহ বলেছেন: প্রিয়তে রাখিলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মুহসীন৮৬ বলেছেন: আমার লাগবে। আশা করি খুব শীঘ্রি যোগাযোগ করবো। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

হাসান যোবায়ের বলেছেন: আচ্ছা। :)

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অদৃশচ আমি বলেছেন: িকাশ কি ০১৯১২৫৫৪৬৬৮ এই নাম্বার এ করব? আর trxID কি এজেন্ট ই দিবে??

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

হাসান যোবায়ের বলেছেন: হুম এই নাম্বারে। টাকা পাঠানোর পর trxid তা ম্যাসেজ এ আসে। তবে শুধু এজেন্টের নাম্বার দিলেও হবে। :)

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

আন্ধা পোলা বলেছেন: নি:সন্দেহে চমৎকার উদ্যোগ! আগেও কই কই জানি দেখছিলাম এই ব্যাপারে। কিন্তু আরো একবার আপনার কাজের প্রশংসা না জানায়া পারলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :) :D

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সাউন্ডবক্স বলেছেন: আমার লাগবে...। খুব তারাতারি ই জোগাজোগ করব। আপাতত প্রিয়তে রাখলাম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

হাসান যোবায়ের বলেছেন: আচ্ছা। :)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আরজু পনি বলেছেন:

দারুণ!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাডাম। :)

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পুরা DVD মেইল কৈরা দেও দেখি জলদি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

হাসান যোবায়ের বলেছেন: হে হে যে নেট ব্যবহার করি আমার পক্ষে আপলোড করা সম্ভব না। তবে সামনে প্রবাসীদের জন্য বিকল্প রাখতেছি। ;)

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

এস এইচ খান বলেছেন: অসাধারণ! ধন্যবাদ আপনাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

হাসান যোবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যে কোন প্রকারে আমার কাছে ডিভিডি পাঠিয়ে দেও, আমি আপলোড করে দেই। ৭০০ এম বি আপ লোড করতে আমার সময় লাগবে বেশি হলে ৪০ মিনিট, আরো কম লাগতে পারে ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

হাসান যোবায়ের বলেছেন: এটা CD না DVD। :P
৪ জিবি প্রায়। আপনেতো বিদেশ থাকেন পাঠামু কেমনে। :P তবে সাহায্য নিচ্ছি যার নেট ভাল। :)

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

এঞ্জেল বয় বলেছেন:
হাসান জোবায়ের ভাই সম্ভব হলে আমাকে একটা কপি দিয়েন।
থাকি সৌদি আরব। মেইল হল। [email protected]

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

হাসান যোবায়ের বলেছেন: মেইল করছি।
প্রবাসীদের জন্য খুব শীঘ্রই ব্যবস্থা আসছে। :)

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

পাতলু বলেছেন: আপনার কাজটা সত্যি অন্য রকম লেগেছে। DVD use করে কঠিন মজা পাচ্ছি । সঠিক সময়ে DVD পাঠানোর জন্য আবারো ধন্যবাদ। নতুন কিছুর আশা করছি............।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করে জানানোর জন্য। আশা করছি সামনে আরো ভাল কিছু উপহার দিতে পারবো। :)

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

দূর্যোধন বলেছেন: কাজে লাগবে । অর্ডার করেই ফেলছি । :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

হাসান যোবায়ের বলেছেন: হা হা তাই নাকি?
আপনার মেইল আইডি দেন। কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে। :)

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। অর্ডার দিব। অত্যন্ত কাজের সফটওয়্যার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

রাসেল.নেট বলেছেন: আমাকে একটা কপি দিয়েন
[email protected]

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

হাসান যোবায়ের বলেছেন: মেইল করেছি চেক করেন। :)

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: আপনার এই কাজ টি অসাধারন হয়েছে। ভিডিও ও সাউন্ড অনেক ভাল। আমি ইতি মধ্যে ইউটিউব থেকে ৫০ পর্ব নামাইছি কিন্তু সিএস ৬ নাই আমার কাছে। যদি কোন লিংন্ক দিতে পারেন। আমার একটা কপি প্রয়জোন। বিকাশের ব্যাপারটা আমি ভাল বুঝি নাই। আমাকে একটু হেল্প করুন। [email protected]

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

হাসান যোবায়ের বলেছেন: বিকাশ করতে আপনার কাছের বিকাশ এজেন্ট দোকানে যান। তারপর ০১৯১২৫৫৪৬৬৮ নাম্বার দিয়ে বলুন ২০০ টাকা বিকাশ করতে। তারপর ঐ এজেন্টের বিকাশ নাম্বার অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বার সহ আপনার ঠিকানা মেইল করুন। কুরিয়ারে চলে যাবে ডিভিডি। :)

মেইল করেছি।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

শান্ত কুটির বলেছেন: লাইনে দাড়ালাম। অতি শীঘ্রই আপনি বিকাশ পাবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ।
মেইলে ঠিকানা পাঠিয়ে দিবেন। :)

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
কালকেই টাকা পাঠাচ্ছি। দ্বিতীয় পর্বের ডিভিডির কাজ শুরু করে দিন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

হাসান যোবায়ের বলেছেন: হুম শুরু করবো খুব তাড়াতাড়ি। :)

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
টাকা এবং মেইল পাঠিয়েছি। :)

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
টাকা এবং মেইল পাঠিয়েছি। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান যোবায়ের বলেছেন: হুম আমিও রিপ্লে দিয়েছি। :)

২৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

তাসনিয়া বলেছেন: টরেনট থেকে কিভাবে ডাউনলোড করে, হেল্পান :D :D

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

হাসান যোবায়ের বলেছেন: Click This Link

২৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

তাসনিয়া বলেছেন: ধন্যবাদ ভাই... আরেকটা বিষয় জানার ছিলো যে আমি শুধু ডাউনলোড করবো, শেয়ার করবোনা কেননা আমার লিমিটেড নেট, সেক্ষেত্রে ডাউনলোড করার সময় কোন অপশন টা বন্ধ করতে হবে? ডাউনলোডের সময় কি অটো শেয়ার হতে থাকে?? প্লিজ জানাবেন

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০০

হাসান যোবায়ের বলেছেন: আপনি ঐ পোস্টটা পুরোপুরি পড়েন তাহলেই আইডিয়া পাবেন। :)

২৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

হুমায়ন রশিদ সাগর বলেছেন: খুবই ভালো.. +++

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ। :)

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

সাফায়াত কাদির বলেছেন: আপনি কি গ্রাফিকস ডিজাইন অথবা লগো ডিজাইনের ফ্রিল্যান্সিং করেন?

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

হাসান যোবায়ের বলেছেন: নাহ। আপাতত গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশুনা করতেছি।

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: চমৎকার উদ্যোগ! আগেও কই কই জানি দেখছিলাম এই ব্যাপারে।পোস্টে +++

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

হাসান যোবায়ের বলেছেন: হুম আমার ব্লগ, টেকটিউনস এ এই পোস্ট আছে। :)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

সাফায়াত কাদির বলেছেন: কেন? এখনও কি আপনি আউট সোর্সিং এর কাজ করার যোগ্যতা অর্জন করেন নাই? নাকি আরও দক্ষ হয়ে কাজে নামতে চান?

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

হাসান যোবায়ের বলেছেন: কিসের মধ্যে কি বলেন? এখানে টিউটোরিয়াল তৈরি করে শেখানো হচ্ছে। ইউটিউবে ফ্রী সব টিউটোরিয়াল দেখা যাচ্ছে।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

এম হুসাইন বলেছেন: পোস্টটা অনেক আগে দেখেছিলাম, বাট মন্তব্য করা হয় নি, অসাধারণ একটি কাজ করেছেন ভাই, অনেকের কাজে আসবে।
++++++++++

ভালো থাকুন।

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ। :)

৩২| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কিয়ামওুলাহ বলেছেন: download করার মতো internet speed ভালো নেয় । help for speed

৩৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনুসরণে নিলাম। প্রবাসে আছি, সংগ্রহের ব্যবস্থা কি? অন্তত অনলাইনে এসব শেখা কি আপনার সাইট থেকেই সম্ভব হবে?

আপনার উদ্যোগে অনেক শুভকামনা থাকলো। ভালো টেকি ও কম্পিউটারের বাংলায় শেখানোর মেটেরিয়ালের যথেষ্ট অভাবের মাঝে এরকম উদ্যোগগুলো অনেকের কাজে আসবে।

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫

হাসান যোবায়ের বলেছেন: আপনি এখানে মেইল করেন। নেয়ার ব্যবস্থা আছে।
[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.