![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম হাসান , আমি একজন ব্যাংকার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার । আমি ভালবাসি আমার বাংলাদেশকে চাই এদেশের উন্নায়ন ।
আজকাল অনেকে দেখছি খুব বড় পলিটিশিয়ান হয়ে গিয়েছে। ভাই আমরা জাগলেই কি আর ঘুমালেই বা কি, এতে দেশে নেতাদের কিছু যায় আসে না। সবচে বড় কথা একটা পেচ লেগে গেছে । যা লেগেছে তা হল ভয়ের আবরনে ঢেকে গেছে পুরটা দেশ ।
ফলে আমরা প্রত্যেকেই ঐ নেরি কুকুড়ের মত ঘেউ ঘেউ করছি আদতে কার জন্য কেউ কিছু করার চিন্তা মাথায় আসছে না। আসবে কি করে যেখানে নিজের মাথাটাই খারাপ হয়ে গেছে।
কথায় আছে পরের ঘরে আগুন দেখ বেশি বলতে নাই , কারন তা নিজের ঘরে লাগতে পারে।
এজ সময় আমরা ইরাক , আফগান বা কাশ্মির নিয়ে ভাবতাম , বুঝি নি আমার এ মাতৃভুমি বাংলাতে এমন আগুন জলবে।
একুবিংশের উপর দারিয়ে যখন আমরা নিজেদের শিক্ষা , অর্থনিতি বা প্রযুক্তি নিয়ে পরে থাকব তখন আমাদের ভাবতে হচ্ছে আজ বা আগামী দিনটি আমাদের কেমন যাবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
নিলু বলেছেন: শান্তি আসতে , অশান্তি ভোগ করতে হয় , কিছুদিন , লিখে যান