নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

ভূতের নাম হ্যালুসিনেশ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

১ম কিস্তি।

প্রচন্ড বাতাসে নারকেল গাছগুলো ধাক্কা খাচ্ছে রেলিংয়ের সাথে।গেটের অদূরে দাড়িয়ে থাকা শতবর্ষী বটগাছ থেকে শোঁ শোঁ শব্দ আসছে ক্রমাগত।বিশাল মাঠের উত্তর ও পূর্বপাশ জুড়ে আছে লম্বা লম্বা দালান।পূবের দুটো দালানের মাঝখান দিয়ে আবাসিক এলাকা আর মসজিদের রাস্তা।ছোট দালানের পেছনেই হোস্টেল ভবন।তারপাশেই প্রধান শিক্ষকের বাসভবন।নামেই বাসভবন কিন্তু হোষ্টেলের ছেলেদের কাছে এটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত।চাকরীর সুবাধে বদলি হয়ে আসা কয়েকজন নাকি এখানে থাকতে চেয়েছেন।কিন্তু টিকতে পারেননি।স্কুলের সবচাইতে পুরাতন ঝাড়ুদারের মাধ্যমে জানা যায় বেশ কয়েক বছর এটি ফাঁকা পড়ে আছে।এখন এখানে জঙ্গলে ভরপুর।
গ্রীষ্মের এসময়ে বলা কওয়া ছাড়াই ঝড় শুরু হয়।আজ সন্ধ্যার পর থেকে ঝড়ের পূর্বাভাস থাকলেও এশার পর থেকে হঠাৎ বেড়ে গেছে বাতাসের ঝাপটা।আজানের পর পরই হোস্টালের ছেলের মসজিদে চলে গেছে।অবশ্য না গিয়েও উপায় নেই।হোস্টের সুপার কুদ্দুস সাহেব বলেন,নামাজ কায়েক করবা।নইলে রাতের ভাতও কায়েম হবেনা।
এ ঝড়ের রাতে নিস্তব্ধ অন্ধকারে রুমে শুয়ে জ্বরে.....

চলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.