নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

সাগর-রুনী হত্যার বিচার দাবীতে প্যারিসে সাংবাদিকদের মানবন্ধন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮



সাংবাদিক দম্পতি সাগর-রুনীর নির্মম হত্যাকান্ডের তিন বছর পরও কোন এক অদৃশ্য শক্তির নির্দেশে থেমে আছে বিচার প্রক্রিয়া। টেনিস বলের মতো এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরে বেড়াচ্ছে এ মামলার ফাইল। কখনো র‌্যাব, কখনো অপরাধ তদন্ত বিভাগ আবার কখনোবা পুলিশের বিশেষ শাখার টেবিলগুলোতে ময়না তদন্ত রিপোর্ট ও বিভিন্ন আলামত আজও অবহেলা অনাদরে ঘুরপাক খাচ্ছে।

সরকার তথা আইন-শৃঙ্খলা বাহিনীর অনীহার কারনে এ হত্যাকান্ডের বিচারের বানী নিভৃতে কেদে বেড়াচ্ছে। সে কান্নার জলের ধারা ফ্রান্সের রাজধানী প্যারিসেও পড়েছে। প্যারিসে অবস্থানরত বিভিন্ন বাংলাদেশী ও বিদেশী বাংলা মাধ্যমের সংবাদকর্মীদের আয়োজিত মানববন্ধনে এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানানো হয়েছে।



১১ ফেব্রুয়ারী বুধবার বিকালে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানবাধিকার চত্বরে এ মানবন্ধনের আয়োজন করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সংবাদকর্মীরা। ‘সাগর-রুনী হত্যাকান্ডের তিন বছর! কবে পাবো বিচার?’ লিখিত ব্যানার নিয়ে মানবন্ধন করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিকবৃন্দ।

মানবন্ধনে বক্তব্য দেন চ্যানেল আই ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, অন লাইন সংবাদ মাধ্যম ইউরো-বিডি নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, এনটিভি’র ফ্রান্স প্রতিনিধি আবু তাহির, জিটিভি’র ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, এশিয়ান টিভি’র ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জি, মিলেনিয়াম টিভি’র ফ্রান্স প্রতিনিধি খন্দকার আবেদ, ফ্রি-ল্যান্স সাংবাদিক দোলন মাহমুদ, ফটো সাংবাদিক রনি পাটওয়ারী, অনলাইন এক্টিভিস্ট সুমন আজাদ সহ অন্যন্যরা।

সাগর-রুনীর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবীর পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানান বক্তারা।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

সোহানী বলেছেন: বছরের এমাথা ওমাথায় আমরা কিছু প্লাকার্ড বহন করতে পারি এর বেশী কিছু নয়........

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

হাশেম বলেছেন: ধীরে ধীরে সাগর রুনি ইস্যু কেমন জানি ম্রিয়মান হয়ে আসছে।
এখন কেউ আর প্রতিবাদ করতে চায়না।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

এনামুল রেজা বলেছেন: হায় সাগর-রুনী! হায় বিচার! :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

হাশেম বলেছেন: http://youtu.be/pKLfab0c8N

৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.