নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...
নিরাপত্তার কারণ দেখিয়ে ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে ঢাকামুখী বিমানে উঠতে দেয়নি ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দর কর্তৃপক্ষ! সংবাদটি প্রকাশের পর গতকাল এবং আজ বিষয়টির সত্যতা জানার চেষ্ঠা করলাম।
আমরা যারা ফ্রান্সে থাকি তারা একটি বিষয় জানি যে ফরাসী পুলিশ সাধারনত কাউকে হয়রানী করেনা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে আগেই সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধের প্রমাণ গোয়েন্দাদের থাকে, এমনকি ভিডিও পর্যন্ত করে রাখে অথচ অপরাধী বুঝতে পারেনা।
মনে প্রশ্ন জাগে জলবায়ু সম্মেলনে শত শত বাংলাদেশিসহ বিশ্বের ১৯৫ টি দেশের প্রতিনিধিত্ব থাকলেও এধরনের অভিযোগ শোনা যায়নি। বরং ফরাসী দূতাবাস এবার ভিসা প্রদানের ক্ষেত্রে অনেক নমনীয় ছিল বলে জেনেছি।
সংবাদের আরেকটি উল্লেখযোগ্য অংশ "গত দুইদিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। আমরা যোগাযোগ করেছি, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে"।
এটি একেবারেই ভিত্তিহীন কথা।
কপ২১ উপলক্ষে দেশ থেকে প্রতিনিধিদের আসা যাওয়া থাকায় দূতাবাসের কেউ না কেউ প্রায় প্রতিদিন এয়ারপোর্টে অবস্থান করেছেন। বাংলাদেশের চিত্রনায়ক বা কেউ আটক হলে স্বাভাবিক নিয়মে দূতাবাস সবার আগে অবগত হওয়ার কথা! কিন্তু এবিষয়ে এম্বেসী কিছুই জানেনা অথচ সংবাদে বলা হয়েছে দূতাবাস নাকি মারুফকে সহযোগীতা করেছে!
গত ১৩ই নভেম্বর ফ্রান্সে সন্ত্রাসী ঘটনায় একজন বাংলাদেশি নিহত হওয়ার গুজব ছড়ানো হয়েছিল, ভয়ে বাসা থেকে বের হতে পারছেনা বলে মিডিয়াতে কেউ কেউ আতন্ক ছড়িয়েছে। বছর খানেক আগে ফ্রান্সের ক্যাথসীমা এলাকায় অগ্নদগ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যুর মিথ্যা সংবাদও মিডিয়াতে এসেছিল। এধরনের প্যানিক সৃষ্টি করা নিউজের স্থায়ীত্ব সাময়িক।
একবার ভেবে দেখুন যে ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় তাঁর পরিবারের অবস্থা কেমন হতে পারে!
শুধুমাত্র সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকতা নয় বরং খবরের ভেতরে পৌছে সত্য উদঘাটন করাটাই আসল সাংবাদিকতা।
ইংরেজীতে একটি কথা আছে: Journalism is a powerful tool. So powerful in fact, it can ruin someone's life.
Moral of the story? Verify, verify, verify...
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
হাশেম বলেছেন: এধরনের নিউজের শেয়ার অনেক বেশি হয়..
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
মাহবুবুল আজাদ বলেছেন: মানুষ পারেও
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
গুজব ছড়ানোর ব্যাপারে ছাগু ও জঙ্গি সমর্থকদের মধ্যে একটা মিল আছে।