নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...
ইউরোপীয় ইউনিয়ন গতবছর অবৈধদের ফেরাতে চাপ দিয়ে বাংলাদেশের সাথে 'এসওপি' চুক্তি করে।
নতুন নিয়মে অবৈধদের ধরে নিদ্রিষ্ট স্থানে রাখা হয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে, যাতে আশ্রয়প্রার্থীরা আইনজীবী বা কারো সহযোগীতা নিতে না পারে। আলাদা উড়োজাহাজে করে সরাসরি ফ্লাইটে দেশে নিয়ে যাওয়া হয়। সেই ফ্লাইটে থাকে ডাক্তার, দোভাষী এবং পুলিশ। উড্ডয়নের আগে বাংলাদেশ সরকারকে ইউরোপীয় দেশ জানিয়ে রাখে। ঢাকা বিমানবন্দরে অবৈধদের নামিয়ে একই ফ্লাইটে কয়েকঘন্টার মধ্যে ইউরোপীয় কতৃপক্ষ ফিরে আসে। বহিষ্কার হওয়া ব্যক্তি লোকলজ্জায় বিষয়টি দেশে গিয়ে বলেনা, প্রবাসীরাও ঘটনাটি জানতে পারেননা।
অবৈধ হয়ে পড়া ৯৩ হাজার বাংলাদেশিকে ফেরতে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' চুক্তির ফলে এটি সম্ভব হচ্ছে।
আগের নিয়মে ইউরোপে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখান হলে অথবা অপরাধের সাথে যুক্ত থাকলে ব্যক্তিটিকে পুলিশ দূতাবাসে নিয়ে যেতো। এম্বেসী ট্রাভেল পাস বা বাংলাদেশি হিসাবে স্বীকৃতি দিলে ইউরোপ থেকে বহিষ্কার করা সম্ভব ছিল।
বর্তমানে ইউরোপে অবৈধ থেকে বৈধ হবার পথটি অনেক কঠিন।
অবৈধভাবে ইউরোপ এসে স্থায়ী হওয়ার পরিকল্পনা যাদের রয়েছে অথবা এসে থেকে যাবার চিন্তা যাদের তারা ভালভাবে জেনে-বুঝে আসা উচিত। দালালের মিষ্টি কথায় প্রলুব্ধ হবেননা।
(প্রতিকি ছবি)
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩
হাশেম বলেছেন: আসার আগে বুঝাইলেও বুঝেনা,
যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন কান্না ছাড়া আর কিছু করার থাকেনা...
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০২
মিঃ আতিক বলেছেন: ইউরোপ বলতেই যারা অজ্ঞান সব বিসর্জ দিতে রাজি তাদের জন্য কি আর বলা!!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: এ জন্য অর্ধেক দায়ী সরকার।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
ইমরান আশফাক বলেছেন: অনেকদিন ধরেই এইসব ঘটনা ঘটছে, যারা যাচ্ছে তারা কোন খোজ খবর না নিয়েই যাচ্ছে। আরো অনেকদিন ধরে এইসব খবর পাবেন।
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
হাশেম বলেছেন: হুম...
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই আছে। বৈধরা ভালো ভাবে থাকুক। অবৈধ কোন কিছুই ভালো না...
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অবৈধ ভাবে কেন যাবে? কষ্ট করে বৈধ ভাবে গেলে তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হতো নাকি!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ২:৩৭
হাশেম বলেছেন: বৈধ অবৈধতার বিষয়টি এরকম- ১. বৈধভাবে ভিসা নিয়ে এসে ভিসা শেষ হয়ে যাবার পরও থেকে যাওয়া। ২. সাগর পাড়ি দিয়ে বা বিভিন্ন দেশ হয়ে ইউরোপে প্রবেশ করা। বেশিরভাগ প্রবাসী এই দুই পথে এসেছে এবং একটা সময় পর তারা বৈধতার সুযোগ পেয়েছেন কিন্তু বর্তমানে সেই সুযোগটি নেই বললেই চলে। আবার অল্প সংখ্যক বাংলাদেশী স্টুডেন্ট ভিসায় এসেছে, তারাও একসময় বৈধ অথবা অবৈধ থেকে স্থায়ী হতে পেরেছে।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৪
অধীতি বলেছেন: খুব খারাপ লাগে এদের জন্য। এখন এরা নিঃস, অসহায়।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: অনেক দিন নুতন লেখা নাই, আশা করি ভাল আছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
এই লোকগুলো পরিবারের অনেক টাকা খরচ করে সেখানে গিয়েছে, সবটাকাই নষ্ট হলো