নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃত্যের পথচারী

জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম... আজ মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! -নির্মলেন্দু গুণ

নিভৃত্যের পথচারী › বিস্তারিত পোস্টঃ

একটি অসমাপ্ত প্রেমের কাহিনী.....

০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৫

লেখার শিরোনাম দেইখা আগেভাগেই কাইন্দা বইসেন না! আগে পুরাটা পরেন এরপর নিজ দায়িত্বে কানতে কানতে বালিশ ভিজায়া ফালান!!B-)B-) এইটা গতানুগতিক পেম পিরিতির কাহিনী থেকে একটু ব্যাতিক্রম!:P:P



....ক্লাস টেনে পড়তাম তখন। বয়সটা ছিলো উঠতি! না পাওয়া অনেক কিছুকেই তখন পেতে ইচ্ছে করতো! তার মইধ্যে সবচাইতে বেশী যে জিনিসটা পাইতে মুঞ্চাইতো তা হইলো গার্লফ্রেন্ড!!B-)

হারামির শিরোমনি ছিলাম তখন! এখন অবশ্য ধোয়া তুলসী পাতা হয়া গেছি! :) B-)যাউজ্ঞা কামের কথা না কইয়া বাংলাদেশি পলিটিশিয়ানগো মতো আজাইরা প্যাঁচাল শুরু কইরা দিছি! আসল কাহিনী কইতাছি এইবার...

একদিন আমার এক কুলুচ ফ্রেন্ড আমারে কয় দোস্ত আমার লাইগা তো অনেক মাইয়া পাগল। আমিতো মাইয়াগো পাত্তাই দেইনা!! আমি কইলাম... কস্কি হালা? ওই মাইয়াগুলা কি ল্যাংড়া ..নাকি কানা ..নাকি বোবা? তোর মতো ভোন্দার লগে পেরেম করবার চায়!!?:-*

ফ্রেন্ড রাইগা কইলো তোগরে তো ব্যাটা মেয়েরা পাত্তাই দেয়না তোগোতো হিংসা লাগবোই! :|কথাটা নিরবে হজম করলাম আর মনে মনে কইলাম খাড়াও মিস্টার দেবদাস তোমার পেরেম আমি ছুটাইতাছি।X( তখন আমি আর আমার ওই ফ্রেন্ড দুইজনেই মিগ৩৩ তে চ্যাট করতাম। ওইদিন রাতেই বাসায় গিয়ে একটা মেয়ের নাম দিয়া ফেইক একাউন্ট খুললাম! আর দিলাম ওই ফ্রেন্ডরে এড! :P প্রোফাইল পিকচারে দিলাম ডিজে সোনিকার ছবি!! B-) তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মিনিট দুয়েক পরই ফ্রেন্ড রিকোয়েস্ত একসেপ্ট হলো। ;) যাই হোক পোলাপাইনরে কেমনে সাগরকলা খাওয়াইতে হয় ওইটা মোটামুটি ভালোই জানা ছিলো! তো আমার ওই ফ্রেন্ডতো কিছুক্ষণের মধ্যেই আমারে চ্যাটে নক করলো! ঘুঘু ফান্দে পা দিছে!!:P:P:P

-(ফ্রেন্ড)অ্যাই তুমিনা খুউউব সুন্দর!!

-ওহ থ্যাংস! তুমিও খুউউব কিউট!!( মনে মনে কইলাম, শালা লুইচ্চা! মেয়েগো ক্যামনে এপ্রোচ করে!! X(আর হালায় ডিজে সোনিকারেও চিনেনা!মোকসেদ!!:B-))

-আমি যে কিউট তুমি সেইটা বুঝলে কেমনে?

-না! আমার মন বলছে তুমি খুউউব কিউট একটা ছেলে!(মনে মনে কইলাম শালা হাতির বাচ্চা হাতি তুই কিউট হইলে গন্ডার জলহস্তি এরা কি দোষ করছে?? B-)B-))

-তুমি কোন স্কুলে পড়?

-হলিক্রস!B-)B-)

-এইডা আবার কোন স্কুল??

-মানে!!? তুমি হলিক্রস স্কুল চেনোনা?? (পুরা ভোদাই হয়া গেলাম পোলার কথা শুইনা :-*:-* )যাই হোক এইটা নিয়া আর কোন উচ্যবাচ্য করলাম না! :|

-তোমার নাম কি?

-লুবনা!B-)B-)B-)

-তোমার নাম?

-জয়!!

(আমি মনে মনে কই হালা নেটে আইসা আসল নামটাও চেঞ্জ কইরা ফালাইছো নিজের!!জয়!!!!হুহ!!!X(( )

...ওইদিন রাইতে পোলায় আমারে ফোন দিয়া কইলো.. মামা আমিতো পুরা হিট হয়া গেলামা! আমি বললাম, ক্যানরে কি হইলো আবার??B-) (পোলায় কি কইবো অইডা তো আমি আগে থেইকাই জানি!!:)B-))

তো যথারীতি ও বলা শুরু করলো মারাত্মক রকমের সুন্দরি একটা মেয়ে ওরে আইজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে! আর চ্যাট করার কিছুক্ষণের মাঝেই ওরে প্রপোজ করছে!!:|

আমি মনে মনে কইলাম, শালায় কত্তবড় চাপাবাজ! ওরে আমি প্রপোজ করলাম কখন!!?:| যাই হোক এর পরের দিনই পোলা আমারে প্রপোজ মারে আর আমিও 'হ' কইয়া দেই!!B-)B-)

ব্যাস তারপর থেকেই শুরু হলো উথাল পাথাল প্রেমের ঢেউ!!B-)B-)B-);)

আমি প্রতিদিন চ্যাটে ঢুকলেই ওরে জিগাইতাম..সোনা ভাত খেয়েছো? ও কইতো না জানু খাইনাই! আমি কইতাম তাহলে হা করো আমি তোমাকে খাইয়ে দেই!B-)B-)B-) ও বলত.. এইযে আমি হা করলাম! :-* আর আমি তখন মনে মনে কইতাম.. নে এইবার ইচ্ছামতো গু খা!!B-)B-)B-):D এমনেই প্রতিদিন আমি পোলারে ভার্চুয়াল জগতে ভাত খাওয়াইতাম! :D:P আমার পরিকল্পনা আছিলো পোলারে দীর্ঘমেয়াদী একটা ছ্যাঁক দিমু!:P তো ও আমারে টিয়াপাখি,ময়না পাখি আরো নানারকম চটকদার নামে ডাকতো! আর আমি ডাকতাম হাতির বাচ্চা বইলা!B-)B-)(বাস্তবিকই ও হাতির বাচ্চাগো সাইজের ছিলো) ও অবশ্য প্রথম প্রথম মাইন্ড করতো পরে অবশ্য আমি বুঝায়া বলি যে, হাতির বাচ্চা আমার কাছে সবচাইতে কিউট লাগে!:P

প্রায় একমাস প্রেম করছি ওর লগে! এর মইধ্যে দুইদিন পোলার লগে ফোনেও কথা কইছি!(আমি মেয়েদের গলায় কথা বলতে পারি!:P:P) পোলায় পুরা আমার প্রেমে পাগল হয়া গেছিলো! ঠিক এমনই এক দিনে দিলাম হালারে ছ্যাকা! B-)B-)B-))

...এরপরের কাহিনী শুধুই অতীত! আমার ফ্রেন্ডটারে প্রায়ই দেখতাম উদাস হৈয়া কি জানি ভাবতো!! ছ্যাকাডা ভালমতোই খাইছিলো বুঝতে পারছিলাম!!:((:((:((:# আহা প্রেম একবার এসেছিলো জীবনে!:((:((

আমার ফ্রেন্ডটা এখনো ওই মাইয়ার আই মিন আমার পথ চাহিয়া বসে আছে!:P এই বুঝি লুবনা তাকে চ্যাটে নক করে বলবে.. সোয়া চান পিতলা ঘুঘু , আসো তোমাকে লোকমা দিয়ে ভাত খাইয়ে দেই!!:P:P:P শাকালাকা বেইবে!!B-)B-)

পোলায় আজো টের পায়নাই যে পোলায় এতোদিন আমার লগেই প্রেম করছিলো! জানলে.. হার্ট ফুঁটা করবার দায়ে নির্ঘাত আমার নামে হাইকোর্টে মামলা ঠুকে দিতো! :-/:P:P

যাই হোক পোলার ক্যারেক্টারেও এখন কিছুটা পরিবর্তন হইছে! স্বভাব চরিত্রও আগের চাইতে ভালো হইছে কিছুটা!;);)

ছ্যাকা থেকে যদি দারুন কিছু হয়.. তবে তো ছ্যাকাই ভালো! কি বলেন??B-)B-)B-)

শেষ করতেছি আমাগো আসিফ ভাইয়ের বিরহের গানের দুইডা লাইন দিয়া..

ও পাষাণী বলে দাও, কেন ভালোবাসোনি?

মুছে দিয়ে যাও তুমি এই চোখের এ পানি!!!:((:((:((:((

পেরতিশোধ নিবে নাও..আমি বাঁধা দিবোনা!

শুধু একবার বলে যাও কেন আমার হলেনা!!?:((:((:((

ও পিয়া, ও পিয়া তুমি কুত্যায়!!?:((:((:#

X( =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.