![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...
এনড্রয়েড মোবাইলে গেম না খেললে আর এনড্রয়েড এর কি মজা থাকে ... বাট চার্জের একটা ব্যাপার থাকে... কিন্তু গেম খেলাটা কিন্তু আসে...
আজকে কিছু এনড্রয়েড গেমস সবার সাথে শেয়ার করবো... আশা করি ভালো লাগবে...
১. টেম্পল রান অজঃ
পুরাই মাথা নষ্ট একটা গেম... মুটামুটি সব ধরনের এনড্রয়েড এই চালাতে পারবেন । টেম্পল রানের অজ ভার্শন আরকি । অজ মুভিটা দেখে থাকলে গেমটা খেলে আরও বেশী মজা পাবেন । মুভির মতো করেই কালারফুল এই গেমটা... আশা করি ভাল্লাগবে সবার । ডাউনলোড করুন এখান থেকে
সাইজ ২৪ মেগা ।
২. টার্বো ফ্লাই ৩ডিঃ
টাইম পাস গেম । আমার কাছে তো ভালই লাগলো । খেলে দেখতে পারেন । সাইজ ছোট গেমটার... মাত্র ৬ মেগা... ডাউনলোড করুন এখান থেকে
৩. নিড ফর স্পিডঃ
এটা সম্পর্কে বেশীকিছু মনে হয় বলার নেই । সিম্পলই অসাম একটা গেম । খেলার জন্য অবশ্য একটু ভালো এনড্রয়েড ভার্শন দরকার হতে পারে । এখানে অবশ্য আপনাকে এপিকে ফাইল ইন্সটল করার পর ডাটা কপি পেস্ট করতে হবে এসডি কার্ডে... বাট গেমটা কিন্তু আসলেই চরম...
এপিকে ফাইলের জন্য এখানে যান
আর ডাটা ফাইলের জন্য এখানে
আজকে না হয় এই পর্যন্তই থাক । পরের বার আরও কিছু গেম নিয়ে আসব । আর কোনও গেমের দরকার হলে বলবেন । পারলে খুঁজে দেব । আর আপনার জানা কোনও গেম থাকলে সাজেস্ট করতে পারেন । এখন হাতে বেশ সময় আছে । খেলে দেখা যাবে ।
ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭
অশান্ত কাব্য বলেছেন: ইনশাল্লাহ... সামনে আরও কিছু আসবে
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩
মানুষ হীন কেউ বলেছেন: এগুলা তো ক্রাক্ড এপ। এগুলা এন্ড্রয়েডে চালাতে কি রুট করতে হবে??
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭
অশান্ত কাব্য বলেছেন: আমি চালিয়েছি... নামিয়ে দেখতে পারেন... চলবে আশা করি ।
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭
বুঝিনাই বলেছেন: ভাল পোস্ট। আমি কিছু গেম নামিয়েছি, এবং ডাটা ফাইল ডাউনলোড করে কপি করেছি কিন্তু গেম চলেনা অ্যান্ড ইন্টারনেট কানেকশন চায়। আমার মোবাইল এ ৮ জিবি ইন্টারনাল মেমরি আছে এবং আমি আলাদা মেমরি কার্ড ব্যবহার করিনা। ডাটা ফাইলগুলো এক্সাক্টলি কোথায় কপি করতে হয়???
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৩০
অশান্ত কাব্য বলেছেন: এগুলা সাধারনত বলে দেয়া থাকে... কিছু কিছু গেম এর ডাটা ফাইল এসডি কার্ডে কপি করলেই হয়... আবার কিছু কিছু এসডি কার্ডের ভিতরে এনড্রয়েড ফোল্ডারের ভিতরে ডাটা ফোল্ডারে কপি করতে হয়...
ইন্সট্রাকশন একটু দেখে নিলে হবার কথা
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬
মতিউর রহমান মিঠু বলেছেন: ভাল পোষ্ট তবে আরো নতুন গেমের সন্ধান আশাকরি।