নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বিষয়ে অনেক কিছু বলতে পারব হয়তো... কিন্তু নিজের ব্যাপারে কিছু বলতে গেলেই মুখে কিছু আসে না... টাইপ ও কিছু করতে পারি না... -_-

অশান্ত কাব্য

শুভ... ভাল্লাগে গল্প করতে আর রিকশায় ঘুরতে.... ব্লগিং অন্যতম সখ... সেই উদ্দেশেই এ প্রচেষ্টা...জটিলতা সবার জীবনেই থাকে... তবুও সেগুলো পাড়ি দিয়ে এক চিলতে সুখের সন্ধানে ঘুরে বেড়াই...

অশান্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

WHY GROW UPPP !!!! ফিরে আসুক ছেলেবেলার মোস্তফা ((Cadillacs And Dinosaurs)) B-)

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০৬





এই গেমটির সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, যারা গেম খেলার জন্য পাগল, তারা এটার সম্পর্কে আমার থেকেও ভাল যানেন, আর যারা গেম খেলেন না, তারাও এটা নাম নিশ্চয়ই শুনেছেন? আমার বরাবরই গেমের প্রতি তেমন কোন মনযোগ ছিল না, কিন্তু আমি যখন ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন দেখতাম স্কুল ছুটি হবার পরে, কিছু ছাত্র দোকানে গিয়ে কিযেন একটি গেম খেলে, বাসা থেকে তারা টাকা নিয়ে আসতে টিফিন এর নাম করে, কিন্তু সে টাকা দিয়ে তারা গেম খেলত, আর তা ছিল একটি কয়েন ১টাকা, আমি মাঝে মাঝে গিয়ে দেখতাম, কিন্তু আমি নিজে কখনও খেলিনি। কিছু দিন আগে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিজে খেললাম দেখলাম না ভালই, তাই আজ সবার সাথে শেয়ার করলাম, তবে যারা এই গেমটি পছন্দ করতেন, আশা করি তাদের কাছে গেমটি আছে, তারপরও যদি কারো কাছে না থাকে তাহলে তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে, গেমটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।



গেম খেলার নিয়মঃ



প্রথমে এখানে গিয়ে গেমটি নামিয়ে নিন । সাইজ বেশ ছোটই । মাত্র ৬ মেগা ।



তারপরে স্বাভাবিকভাবেই ইন্সটল করুন । তারপরে ডেক্সটপে আইকন থেকে গেমটি ওপেন করলে Kawaks 1.56 ওপেন হবে ।

সেখান থেকে ফাইল অপশনে যান অথবা ALT+L চাপুন । তারপরে প্রথম

"Cadillacs and Dinosaurs" তে ডাবল ক্লিক করে ওপেন করুন ।

তারপরে আর কি !!! ছোটবেলায় ফিরে যাওয়া...



কয়েন নেবার জন্য F3 আর খেলা শুরু করার জন্য F1 চাপতে হবে । আশা করি সমস্যা হবার কথা না ।



হ্যাপি ছোটবেলা...

!:#P !:#P !:#P



প্রথমবারে পাসওয়ার্ড দিতে ভুলে গিয়েছিলাম । পাস চাইলে "ja-techs.blogspot.com" দিবেন । কাজ করবে আশা করি । আর কোনও সমস্যা হলে কমেন্ট বক্স খোলা... ফিল ফ্রি... :P :P

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:১০

নষ্ট ছেলে বলেছেন: কেউ চাইলে এন্ড্রয়েড ফোনেও খেলতে পারেন B-)

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

অশান্ত কাব্য বলেছেন: গুগল প্লে থিকা ক্যামনে নামায় ??? শিখায় দেন... :-* :-* :-*

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

খাটাস বলেছেন: এই গেমস বাংলাদেশের ধংসের বীজ। বিভিন্ন জেলায় এই গেমস দিয়ে দশ - বার বছর আগে যখন ভিডিও গেমস এর দোকান দেয়া হয়, এসব গেমস এ এসেই ভাল ভাল ছেলে গুলো সিগারেট খাওয়া শুরু করে, মারা মারি করতে শেখে, আরও নানা অনৈতিক কাণ্ডে জড়িয়ে পড়ে- যেটা অনেকে জানে না।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

অশান্ত কাব্য বলেছেন: :) আশা করি আপনার আমার কহতেরে তা হবে না ।

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

নষ্ট ছেলে বলেছেন: গুগল প্লে শুধু এন্ড্রয়েডে ইনস্টল দেওয়ার জন্য। মোবাইলের প্লে স্টোরে গিয়ে ইনস্টল দিতে পারবেন। অথবা সেইম আইডি দিয়ে মোবাইলের প্লে স্টোর এবং পিসির প্লে স্টোরে লগইন থাকলে পিসির লিংকে সরাসরি ক্লিক করলেই মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। প্লে স্টোর থেকে পিসিতে ইনস্টল করতে চাইলে আগে পিসিতে AVD (Android Virtual Device) ইনস্টল করে নিতে হবে। তবে এইটা খেইলা খুব একটা যুইত পাইবেন বইলা মনে হয় না। তারচেয়ে ভাল পিসি ভার্সন ইনস্টল করে নেওয়া যেইটা আপনি লিংক দিছেন।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

অশান্ত কাব্য বলেছেন: :) ধন্যবাদ ভাই ।

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

একজন ঘূণপোকা বলেছেন: হায় রে ভাই ছুডু কালে যে কত মাইর খাইছি, আর টেকা নস্ট করছি

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

অশান্ত কাব্য বলেছেন: :D

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: আমি এক কয়েনে লাস্ট বস , বাজীতে খেলতাম

আহ সেইদিন গুলি

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

অশান্ত কাব্য বলেছেন: :) বিশাল সিরিয়াস পাবলিক ভাই আপনে :P

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩৭

কালীদাস বলেছেন: এখনও খেলি, হঠাৎ ব্যাপক ফ্রি হয়ে গেলে। ২০ আছে আপনার ভার্সনে?

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

অশান্ত কাব্য বলেছেন: ২০ মানে বুঝি নাই :||

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪

কালীদাস বলেছেন: আনলিমিটেড ফায়ার পাওয়ারের কোডনেম (উজি/শটগান/রাইফেল ৩০৩)। সেকেন্ড ভার্সনে ছিল।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

অশান্ত কাব্য বলেছেন: লিংক দেন্না... :)

৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

নষ্ট ছেলে বলেছেন: ধুর মিয়া! আপনি তো একেবারে অপরিপক্ক :P নাইলে তো ২০ বুঝার কথা।
@কালীদাস
এখান থেকে ডাউনলোড করে নেন। এইটাতে ২০ আছে

২০ দিয়া খেইলা খুব একটা যুইত নাই। তাড়াতাড়ি লাইফ যায় আবার খেলার এডভেঞ্চারটাই নষ্ট হইয়া যায় :(

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

অশান্ত কাব্য বলেছেন: আসলেই অপরিপক্ক... নামাইতেসি আমিও... :)

৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৪

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: ২০ দিয়া যারা খেলে তাগরে লেডিস প্লেয়ার কইতাম

আন্নে মিয়াঁ ২০ চিনলেন না ?????????? আজিব

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

অশান্ত কাব্য বলেছেন: -____- আমিতো জানিতাম না...

১০| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

অদ্ভুত স্বপ্ন বলেছেন: আহ নস্টালজিক করে দিলেন ভাই। সারা দিন গেমসের দোকানে পড়ে থাকতাম এইটা খেলার জন্য। খেলতে খেলতে হাত ব্যাথা হয়ে যেত।

২০ খেইলা মজা নাই।

পিসি তে অনেক আগেই খেলছি। কিন্তু দোকানে খেলার মজাই আলাদা।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

অশান্ত কাব্য বলেছেন: :)

১১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২০

সাইফুল আজীম বলেছেন: ইনস্টল করতে গেলে পাসওয়ার্ড চায়। কী দিবো?

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

অশান্ত কাব্য বলেছেন: উপস... ভুলে গেসিলাম । পাস এইটা দিন

"ja-techs.blogspot.com"

১২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২১

কালোপরী বলেছেন: আহারে :(

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

অশান্ত কাব্য বলেছেন: আপনিও খেলতেন নাকি ??

১৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

রাতুল রেজা বলেছেন: স্কুল পালায়ে কত খেলসি। এক কয়েনে লাস্ট বস, অনেক দোকানে ১ কয়েনে চাচা গেলেই গেম অফ করে দিত। হায়রে সেই দিন।

২০ দিয়ে ব্লেড বস মেরে মজা ছিল :D

উইন্ডোজ ৭/৮ এ চলেনা ?

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

অশান্ত কাব্য বলেছেন: চলবে তো... আমি তো ৭ এই খেললাম...

১৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখনো কেউ খেলে এই গেম??????????????

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

অশান্ত কাব্য বলেছেন: খেলবেনা ক্যান ... আজকে হঠাৎ করে খেলার ঝোঁক উঠলো... ধুমাইয়া খেললাম অনেকদিন পরে ...

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:০৬

রানা িসরাজুল বলেছেন: আহ নস্টালজিক করে দিলেন ভাই।
স্কুল পালায়ে কত খেলসি। আর টেকা নস্ট করছি
এক কয়েনে লাস্ট বস, অনেক দোকানে ১ কয়েনে চাচা গেলেই গেম অফ করে দিত। হায়রে সেই দিন।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৩

অশান্ত কাব্য বলেছেন: কমেন্টেও কপি পেস্ট :D

১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩৪

সাইফুল আজীম বলেছেন: গেম খতম। ২০ওয়ালাটা। সাথে এই নিয়ে আমার আজকের পোষ্ট-

Click This Link

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

অশান্ত কাব্য বলেছেন: ধন্যবাদ । পড়েছি... :)

১৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৫

ভাল্লুক আকবর বলেছেন: ভাই গেম ওভার কইরা কমেন্ট করতে আসলাম। ৪ কয়েন লাগসে /:) । আগের মত হাত নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে ছোটবেলার কথা মনে করায়া দিলেন। ভাই পারলে Aero Fighters 2 টা কষ্ট কইরা এমনে খুইজা দেখবেন? :!> :!>

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

অশান্ত কাব্য বলেছেন: আপনে তো ভাই দেখি প্রো লেভেলের ... গেমটা খুজলাম... তেমন ভালো কিছু পাইলাম না ... অনলাইনে খেলতে চাইলে এখানে দেখতে পারেন । আর না হলে এখানে দেখা যায় । ইন্সটল করা একটু কঠিন অবশ্য... নস্টছেলে ভাই... পারলে একটু হেল্পান...

১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা জিনিস দিছেন, কত খেলছি --- আবার খেলুম :)

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

অশান্ত কাব্য বলেছেন: :) হ্যাপি ছোটবেলা... :)

১৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৫০

কালোপরী বলেছেন: নাহ খেলি নাই, খেলার ইচ্ছা ছিল...... :( :(


২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১২

অশান্ত কাব্য বলেছেন: এখন খেইলা ফালান... দেরি কইরা লাভ কি... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.