নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত অধ্যায়

জন্ম নিয়েছিলাম আমার মায়ের মত একজন মানুষের গর্ভে,সেই সূত্রে হয়তোবা আমিও মানুষ। কিন্তু আমার অবুঝতা কাটবার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি নিজ থেকে মানুষ হবার। সাধারণ আমি আর এই সাধারনের মাঝেই খুঁজে বের করার চেস্টা করি অসাধারন কিছু। সোজা সাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি প্রচন্ড বাস্তববাদী একজন পাবলিক। আবেগের ধার খুব কমই ধারি।

অসমাপ্ত অধ্যায় › বিস্তারিত পোস্টঃ

সম্মান রাখতে হলে আগে দিতে হয়

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

রমিজ রাজা যখন সাকিব আল হাসানকে “সাকিবুল” বলে সম্বোধন করে, তখন পারলে আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করি .. সাকিব হেটার্সরা যখন সাকিব কে সাকি”বাল” বলে সম্বোধন করে, আমরা পারলে তলোয়ার নিয়া ওর জিহ্বাটা বের করে নিয়া আসি .. প্লেয়ারদের ট্রল না করতে, তাদের সম্মান করতে শিখাতে ওয়াল ভাসিয়ে স্ট্যাটাস-পোস্ট দিয়ে জানান দেই “আমরাই ক্রিকেট ফ্যান, উই রেসপেক্ট অল, উই আর দা ট্রু ক্রিকেট ফ্যান”

what wrong did Chandimal do with us?? What about Dickwella?? চান্দি”মাল” , “ডিক”ভেলা এগুলা লেখার আগে একটা বার কি ভাবা যাইতো না যে আমি আসলেই কি করতেসি?? সেইম জিনিসটা আমাদের সাকিবের সাথে হইলে কি করতো?? সেইম জিনিসটা যখন পাকিস্তান-ভারতীয়রা করে তখন আমরা কি করে?? ওরা বললে “কুকুরের জাত” আর আমরা করলে “ফান”??

ক্রিকেট নিয়া যারা নিয়মিত লেখালেখি করে তাদের বোঝা উচিত, আপনাদের লেখাগুলো অনেক মানুষ ফলো করে, পড়ে , বোঝার চেস্টা করে .. আমি এখনো বলবো দেশের ৯০% মানুষ ক্রিকেটটা জান প্রান দিয়া পছন্দ করলেও ক্রিকেটারদের পছন্দ করার পার্সেন্টেজটা ৫০% ও উঠবে না .. রাস্তায় গিয়া কাওরে জিজ্ঞেস করেন, ক্রিকেটারদের সম্পর্কে তাদের কেমন ধারনা, এটলিস্ট ৬০% মানুষ বলবে “আরে এগুলা ব্যাট ধরতে পারে নাকি, খেলে তো মামা চাচার জোড়ে, দেশের টাকা নষ্ট কইরা বাইরে ফুর্তি করতে চায় .. এগুলারে ব্যাট ধরা বাদ দিয়া লাঙ্গল ধরাইয়া দেয়া উচিত” .. আছে ভাই, অনেক মানুষ আছে এরইরকম বলার .. মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ পাওয়া যাবে …

এখন কথা হলো এদের মধ্যে এই সংষ্কৃতি কোথ্থেকে আসছে?? এই সংস্কৃতি আমরাই ধরাইয়া দেই .. আপনি হয়তো দেশের ক্রিকেটারদের ট্রল করেন না, বিদেশের ক্রিকেটারদের নিয়া করেন, কিন্তু আপনার ওই ট্রল করা পোস্টটা অনেক মানুষের অভ্যাস চেঞ্জ করে দেয় .. তারাও তখন প্লেয়ারদের নিয়া বাড়াবাড়ি করার ইনস্পায়ারশন পায় .. তারা যাচাই করতে চায় না যে দেশের প্লেয়ারের বদনাম করবো নাকি বিদেশের .. তাদের মনমানসিকতা এভাবেই তৈরি হয় যে প্লেয়ারদের গালি দাও, তারা সাহস পায় .. আপনি বাইরের প্লেয়ারদের ট্রল করতে গিয়ে বাশটা নিজের দেশের প্লেয়ারদের মারলেন .. আপনি হয়তো অনেক প্লেয়ারকে চিনতে পারেন, নাম জানতে পারেন, তারা কিন্তু চান্দিমাল ডিকভেলারে এই সিরিজের জন্যই চিনবে , কিন্তু সাকিব তামিমদের চিনে রাখবে মরার আগ পর্যন্ত …

ভাগ্য ভাল আমাদের দলে কোনো ধনঞ্জয় কিংবা সোনা মিয়া নাই .. ভাগ্য আরো ভাল ভারতীয়রা বাল বলতে চুল বুঝে … নইলে ট্রল ক্রিকেটে আর ঢোকা যাইতো না

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

অতঃপর হৃদয় বলেছেন: ট্রল বন্ধ করতে হবে।

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

অসমাপ্ত অধ্যায় বলেছেন: ট্রল অনেকভাবেই করা যায় .. প্লেয়ারদের সম্মান রেখেও করা যায়, সম্মান নিয়েও করা যায় .. একটা পরিসীমা থাকে, যেটা কতটুকু তা আমরা অনেকেই জানি না

২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: শেষটা জোশ ছিলো

৩| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল বলেছেন।
ট্রল করা খারাপ না। তবে এর একটা লিমিট থাকা উচিৎ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:০৪

অসমাপ্ত অধ্যায় বলেছেন: সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.