নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেতে হবে অনেক দূরে ঘুমিয়ে পরার আগে

গাউস

খুব ছোটোবেলা থেকেই লেখালেখির ইচ্ছা। পড়াশুনা আর ব্যস্ততার কারনে হয়ে উঠেনি।

গাউস › বিস্তারিত পোস্টঃ

দেয়াল ও প্রেসিডেন্ট জিয়া

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

মরহুম হুমায়ূন স্যারের শেষ উপন্যাস দেয়াল পড়ার স্বভাবতই অনেক আগ্রহ ছিলো। বইটা পড়লাম। বেশ সুন্দর। ঐতিহাসিক পটভূমির উপর লিখিত বইটা বলা যায় বেশ নিরপেক্ষ দৃষ্টিকোন এ লিখেছেন।আমি বিশ্বাস করি উনার যে বিশাল পাঠকশ্রেনী রয়েছেন তাদের গভীর আস্হা রয়েছে উনার প্রতিটি বক্তব্যর উপর। বইটা শেষ হয়েছে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিয়ে। উনি প্রেসিডেন্ট জিয়ার সংক্ষিপ্ত শাসনামল সম্পর্কে positive যা বলেছেন সেটা হলো উনি সৎ ছিলেন , তার শাসনামলে কোন প্রাকৃতিক দূর্যোগ হয়নি এবং সৌদি আরবের বাদশা ও বেলজিয়ামের রাজপরিবারের সাথে তার বন্ধুত্বের কথা। জিয়া সম্পর্কে কি শুধু এইটুকুই বলা যায়? কয়েকটা বিষয় কি জাতি কোনদিন অস্বীকার করতে পারবে যেমন:

বাংলাদেশ স্বাধীনতা পরবর্তিতে মুসলিম বিশ্বের Support হারিয়েছিল। উনি প্রথম মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক develop করেন এবং শ্রমিক পাঠানো শুরু করেন। বাংলাদেশের আজকের যে বিপুল remitance এটার ভিত্তি গড়েন উনি।

উনি বুঝেছিলেন খড়া মৌসুমী আমাদের ভারতের উপরে নির্ভরশীল থাকলে চলবেনা। তাই বর্ষার পানিকে তিনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন খাল কাটার মাধ্যমে।

উপজাতি অধ্যুসিত পার্বত্য চট্গ্রামে বাঙালীদের অবস্হান নিশ্চিত করছেন উনি। নইলে এতোদিনে আমরা পার্বত্য চট্টগ্রাম হারাতাম।

উনি প্রথম বুঝিয়েছেন জাতীয়তাবাদ কি জিনিস? এই কারনেই বাংলাদেশ আজকে নেপাল, ভুটান বা সিকিম নয়।

প্রেসিডেন্ট জিয়াকে স্যালুট।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ভোলার ডাইরী বলেছেন: স্যালুট

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

টাইটান ১ বলেছেন: অবশ্যই জিয়াউর রহমান আমাদের সবার কাছে শ্রদ্ধার পাত্র।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

একজন ঘূণপোকা বলেছেন: ++++

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: কে কি বল্লো তা নিয়ে ভাবিনা...

শত অপপ্রচার স্বত্ত্বেও দেখি চঞ্চল কিশোর বই মেলা থেকে কিনে নিচ্ছে জিয়ার উপর লিখা বই।
দেখি ফুটপাতে পুরোনো বইয়ের দোকানে ঘেঁটে ঘেঁটে এক তরুন কিনে নেয় জিয়ার জীবনি।


স্যালুট জিয়া তোমায়

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

গাউস বলেছেন: সুন্দর বলেছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: স্যালুট

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

কে বা কারা বলেছেন: জিয়াউর রহমানকে দেখিনি; তবে মনে হয় তিনি যে জনগণের সাথে মিশে যেতে পেরেছিলেন, এটা খালেদা জিয়া পারেননি। বাসের যাত্রীরা কী কথা বলে, চায়ের স্টলে কী আলোচনা চলে, তা তিনি জানেন বলে মনে হয় না তার বক্তৃতা শুনে।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

িট.িমম বলেছেন: প্রেসিডেন্ট জিয়াকে স্যালুট।

কিন্তু কিছু জ্ঞানপাপী জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তী করছে, বিশেষ করে গত নির্বাচনের পরথেকে এর পরিমান আরো বেড়ে গেছে। গতকাল্য দেখলাম আমাদের মতিয়া মুন্ত্রী বলছেন " জিয়া নাকি মুক্তিযুদ্ধা ছিলেন না।" হায়রে অবাগা জাতী, আমাদের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কথা জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর দিয়ে Z ফ্রোর্স গঠক করে পাকিদের বিরুদ্ধে যুদ্ধকরা আমাদের মনত্রী মতিয়া চৌঃ বেমালুম ভুলেগেল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

গাউস বলেছেন: কিরকম দাঁতমুখ খিঁচিয়ে কথা বলে লক্ষ্য করেছেন? হাস্যকর।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

হাসান ২৯ বলেছেন: শহীদ জিয়া লও সালাম ..............
তুমি আমায় বুঝিয়েছ আমার দেশ বাংলাদেশ আমি একজন বাংলাদেশী .........

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

সংসপ্তক_২০১১ বলেছেন: জিয়া তোমায় সালাম
বাংলাদেশের জন্য যাদের অবদান আছে, তাদের প্রাপ্য সম্মান দিতে হবে(সেটা বঙ্গবন্ধু ই হোক, জিয়া ই হোক, এরশাদ ই হোক)| সম্মানিত লোকদের অসম্মান করার সংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে |উপর দিতে থুথু দিলে কিন্তু পরে সেই থুথু নিজের শরীরেই পড়বে, এটা সবাইকে মনে রাখতে হবে |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

গাউস বলেছেন: একদম সঠিক বলেছেন।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

নেক্সাস বলেছেন: আজকে যারা জিয়ার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলে সেসব পাতি নেতাদের কাছে জানতে ইচ্ছে হয় আপনারা কোন বনে বাদাড়ে বাল ফালাইন্না যুদ্ধ করেছিলেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

দুরন্ত-পথিক বলেছেন: জিয়াই আমাদেরকে বুঝিয়েছেন যে জাতীয়তাবাদ কি-জিয়াকে মনে রাখবে মহাকাল।কোন মিথ্যালীগ আর কথিত সুশীল আর মতিয়ার মতো মানুষ কে কোন এক সময় মানুষ ঘৃণাভরে স্মরণ করবে।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: সংসপ্তক_২০১১ বলেছেন: জিয়া তোমায় সালাম
বাংলাদেশের জন্য যাদের অবদান আছে, তাদের প্রাপ্য সম্মান দিতে হবে(সেটা বঙ্গবন্ধু ই হোক, জিয়া ই হোক, এরশাদ ই হোক)| সম্মানিত লোকদের অসম্মান করার সংস্কৃতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে |উপর দিতে থুথু দিলে কিন্তু পরে সেই থুথু নিজের শরীরেই পড়বে, এটা সবাইকে মনে রাখতে হবে


সহমত।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

মাহির কাবির বলেছেন: salute

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

কাউসার রানা বলেছেন: স্যালুট

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আদম সুরত বলেছেন: জিয়া তোমায় সালাম। তুমি আছো কৌটি বাংগালির অন্তরে

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

গেদু চাচা বলেছেন: জিয়ার তুলনা জিয়া শুধু নিজেই।

স্বাধীনতার ঘোষক জিয়া লও সালাম

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

কালোপরী বলেছেন: ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.