নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরোবরে সৌরভ জাগ্রতচিত্তে !!জীবনে অনেক ঘুমিয়েছি এখন জেগে থাকতে চাই! !!

হ্যা সৌরভ

সরবরে সৌরভ জাগ্রতচিত্তে! !

হ্যা সৌরভ › বিস্তারিত পোস্টঃ

১লা বৈশাখে ১লা !!

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

ফার্মমন্ডি লেন !!

ধানমন্ডি লেক খুঁজতে ঢাকা যেতে হবে না, আমাদের এলাকার ফার্ম জায়গাটাই যেন তার এক আনুপাতিক রূপ | আর লেক বলতে হলে সবুজ সুশৃঙ্খল মাঠের পাশে অবস্থিত অস্থায়ী পানির লেন আর ড্রেনকে বোঝানো ছাড়া উপায় নেই |



তো আমাদের ফার্মমন্ডি লেনও যথারীতি তারুন্যের প্রতীক |

পহেলা বৈশাখের জন্য ফার্মমণ্ডি লেনটা বোধহয় সারাবছরই অপেক্ষা করে | মানবজাতির দ্বিমুখীতা দেখার উত্তম সময়টা যেন আজ | যথারীতি তাকে আজ নতুন পোশাক দেয়া হয়েছে, সাজানো হয়েছে তাকে আর ঐতো দুধের মাছি হয়ে ছুটে আসছে হাজারটা মানুষ আর সন্ধা শেষে পরের দিন সকালেই ঐ হাজারটা মানুষ লেনটার মুন্ডুপাত করতে নামবে | নিজের কোন আত্মীয় ওখানে ঘুরতে গেছে শুনলেই নাক সিটকাবে | খুবই অশ্লীল জায়গা ফার্মমন্ডি !! হ্যা, চায়ের স্টলে ফার্মটার ছিলো এমনই সুনাম |



ফার্মে, আজ এই বৈশাখে,এই জনসমুদ্রে দম্পতি আর প্রেমিকজুটিরা ছাড়া একা একা কেউ আসবে না |একা একা আসা এদিন হয় অন্যায়, না হয় বোকামী | এখানে আসলে তাই মনে হয় বৈশাখটা শুধুই তারুন্যের পৈত্রিক সম্পত্তি !!



ছেলেটি বোকা নয় তাই সে আজ একা আসে নি সাথে এনেছে কালচে আকুয়াস্টিক গীটার আর একটা গোপন সত্য | তার মস্তিষ্কে হাজারটা গানের সুর তবুও ঐ সুরগুলো কেন যেন প্রানের বাংলা শব্দ গুলোকে রাঙাতে পারছে না | ছেলেটা গিটার নিয়ে আনাড়ি হাতে একা বসে গুনগুন করছে, উচ্চৈঃস্বরে গান সে গাইবে না | তার গিটার টাও কথা বলবে না মনে হচ্ছে, ঠিক যেন শত বছরের অভ্যাসে অশান্ত গিটারটা শান্ত হওয়া শিখে গেছে | ছেলেটাও আর সবার মত হাজারটা বন্ধু চায় আড্ডা দিতে চায় কারন এই বৈশাখ তার মত বন্ধুহীন একাকীদের জন্য অভিশাপ | ছেলেটি ঠায় বসে বসে সবার তথাকথিত উদযাপন দেখছে |



সদ্য পত্নীহারানো Short Term Memory Loss রোগাক্রান্ত দাদুটাও এখন ফার্মে | তিনিও একা আসেননি,সাথে তার একমাত্র বন্ধু (বই), শরতচন্দ্র আর নতুন কেনা হুমায়ূন আহমেদের "অপেক্ষা" | রোগাক্রান্ত হলেও শরতচন্দ্রকে কেউ তার মাথা থেকে তাড়াতে পারে নি কিন্তু সমস্যা হল তার নতুন বন্ধুগুলো নিয়ে যত উদ্যমে তিনি নতুন বই পড়তে বসেন ১০-১২ পৃষ্ঠা পড়ার পরই তিনি আগে কি পড়েছেন সব ভুলে যান আজ একমাস হল "অপেক্ষা" উপন্যাসটা নিয়ে বসেছেন কিন্তু শেষ করতে পারেন নি | তবুও চেষ্টা চালিয়েই যান আর যখন পারেন না তখন শরতচন্দ্রের কাছে যান কিন্তু বই পড়া তার চায় ই চাই |তিনি তার একমাত্র বিবাহিত ছেলেটার ফ্লাটে বেশিক্ষন থাকতে পারে না | সেখানে তার সাময়িক উপস্থিতিই নাক্কারজনক পরিস্থিতি সৃষ্টির একমাত্র উপলক্ষ | তাই দিনের বেশিরভাগ সময় বাইরেই থাকেন |



দাদুও বেসুরো ছন্দে বাজা শব্দ আর আনাড়ি হাতে গীটার ধরা ছেলেটাকে দেখেছেন মনে হয় | দাদুর এখন কেন জানি ছেলেটার কন্ঠে নচিকেতার "বৃদ্ধাশ্রম" গানটা শুনতে ইচ্ছা হচ্ছে |



দাদু ছেলেটার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু একি ছেলেটা তো খুব খারাপ | দাদুর প্রশ্নের উত্তর না দিয়ে দাদুর চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে | দাদু গীটার বাজাতে পারে কিনা জিজ্ঞাসা করলে ছেলেটা না সূচক মাথা নাড়ায় | বিশ্ময়ের শেষ প্রহরে এসে দাদু ছেলেটার ঘন ঘন গোঙানির কারনটা বুঝতে পারে |



দাদু আর ছেলেটা এখন একে অন্যকে জড়িয়ে ধরে কাদছে, কেউ থামাচ্ছে না ,বিধাতাও বোধ হয় চান আজকের দিনে কান্নাই তাদের পুরষ্কার | কেউ কি একটুও অবাক হচ্ছে না ? না !!না!! এতে অবাক হবার কি ? কষ্ট যাদের একমাত্র বন্ধু, তারা এখন ফার্মের এই বাতাসে হাজারটা কষ্টরূপী বন্ধু পাবে | বন্ধু পাবার এমন সুযোগ থেকে কেউ তাদেরকে বঞ্চিত করতে চায় না আর

ব্যস্ত বৈশাখের একাকীদের কষ্ট নিয়ে ভাবার সময় নেই |



বৈশাখ আজ আনন্দ বিলাবে বহুদের মাঝে | আনন্দ ই আজ মুখ্য | চলুন আনন্দ কিনি, আনন্দ বেচি | কারন আনন্দের ব্যবসাই আজকে লাভজনক |



কেই বা চায় ১লা (পহেলা) বৈশাখে ১লা (একলা) থেকে লাভজনক ব্যবসা হাতছাড়া করতে |



আসুন আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসাই,চলুন বলি,"শুভ নববর্ষ ১৪২১ !!"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

হ্যা সৌরভ বলেছেন: বাস্তবে দাদুরা ছেলেটার কাছে যায় না তাই তাদের উভয়ের গোপন সত্য গোপন ই থেকে যায় | আর "ফার্মমন্ডি লেন" নামে কোন জায়গা বাংলাদেশে নেই |আমাদের রাজবাড়ি জিলার পাংশা থানার ফার্ম জায়গাটার নামকে পরিবর্তিত (বিকৃত ও বলতে পারেন) করে বলেছি মাত্র |

লেখকদের অনেক সৃষ্টিশীল ক্ষমতা আছে,আমি ক্ষুদে লেখক সেই ক্ষমতাটা একটু চেখে দেখার চেষ্টা করেছি মাত্র |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.