নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেলাল আহমদ

হেলাল আহমদ › বিস্তারিত পোস্টঃ

মাগুরার হুমায়ুন কবির সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আবিস্কার করেছেন কাঠের রুটি মেকার

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

বাংলাদেশে খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রুটি।ডায়াবেটিক রোগীর সংখ্যা জ্যামিতিক হারেবৃদ্ধির কারণে রুটি খাদ্যতালিকায় প্রভাব বিস্তার করে চলেছে।পাকিস্তানসহ অনেকদেশে রুটিই প্রধান খাদ্য।পৃথিবীর বিভিন্ন দেশে বড় জনগোষ্ঠীর প্রিয় খাবার রুটি। সেই রুটি বানানোর ঝক্কি কিন্তু কম নয়।হাতে রুটি বানানো বেশ কষ্টসাধ্য।অনেক পরিবারে কেবল রুটি বানানোর জন্যই বুয়া পুষতে হয়।।এসব ঝামেলার নতুন সমাধান নিয়েই আজকের এ লেখা।

মাগুরার হুমায়ুন কবির সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আবিস্কার করেছেন কাঠের রুটি মেকার। এবং এর নাম দিয়েছেন লাইবা রুটি মেকার।এই মেশিনে গমের সেদ্ধ আটার রুটি , গমের কাঁচা আটার রুটি, সেদ্ধ চালের গুঁড়ার রুটি, তালের রুটি, কালিজিরা রুটি, মাসকলাইয়ের রুটি, মিষ্টি আলুর রুটি, দিল্লিকা রুটি, বেসন রুটি, ভেজিটেবল টোস্ট রুটি, মাসরুম রুটি, ইন্ডিয়ান বাটার রুটি, খামিরি রুটি, মিছি রুটি, পালকপরোটা, পনির পরোটা, মাঠার পরোটা, মেথি পরোটা, গোবি পরোটা, ইন্ডিয়ান লাচ্চাপরোটা, এগ পরোটা, কিমা পরোটা, ক্যাপসিকাম চিজ পরোটা, ক্যাবেজ পরোটা, পিস পরোটা, লুচিও ফুসকা প্রভৃতি তৈরি করা যায়।



মেশিনের বিশেষত্ব:

- এক মিনিটের মধ্যে প্রায় ১৫থেকে ২০টি রুটি যে কেউই তৈরি করতে পারেন।

- মেশিনটির ব্যবহার এত সহজ যে, নার্সারীর একজন ছেলে হতে বৃদ্ধ বয়সেরও যেকেউ খুব সহজে মাত্র ১সেকেন্ডে, সুন্দর পূর্ণিমার চাঁদের মত গোল রুটি বানাতে পারবে।

- কোন ধরনের বিদ্যুৎ খরচের প্রয়োজন নাই। সেজন্য অতিরিক্ত খরচ নিয়ে কোন টেনশন নাই।

- পুরো প্রযুক্তিটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত।

- মেশিনের গ্যারান্টি ১০/২০ বছর।

- পাতলা, মোটা, ছোট, বড় যেরকম ইচ্ছা সাইজের রুটি বানানো সম্ভব হয়।



রুটি বানানোর বিদেশি মেশিন বাজারে পাওয়া যায়।কিন্তু বিদ্যুতচালিত এ মেশিনগুলোর বিদ্যুত খরচও বেশ।এছাড়াও ওইসব মেশিনে কোন ধরনের সেদ্ধ আটার রুটি তৈরি করা যায়না।

লাইবা রুটি মেকারের দাম: মানুষের কেনার সুবিধার্থে মানভেদে দাম নির্ধারণ করা হয়েছে ৩,৮৫০ টাকা, ৪,৬৫০টাকা, ৬,০০০টাকা ।

এ রুটি মেকারটি এখন স্মার্ট শপ থেকে বাসা হতে অর্ডার দিয়েই কিনতে পারবেন। সেজন্য অগ্রীম কোন টাকা পরিশোধ করতে হবেনা। বাসাতে পৌছে দেওয়ার পর হাতে হাতে টাকা পরিশোধ করলেই হবে।



অর্ডার করতে হলে যোগাযোগ করুন:

ফেসবুক পেজ: https://www.facebook.com/smart.shop07

ফোন: 01974219818

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.