নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৃতীয় পুরুষ

হেমন্ত মন্ডল

আমি নিতান্তই একজন জ্ঞানান্ধ মানব। অন্যের হাতে জ্ঞানের মশাল দেখে নিজেকে তা থেকে মুক্তি দেওয়ার সাধ জন্মালো। তাই অনুসন্ধান শুরু করলাম। ছুটছি আপন কক্ষপথে। অন্যের কক্ষপথে। জ্ঞান চাই। আমার জ্ঞান চাই। প্রচুর। অসীম। আমার অসীম জ্ঞান চাই। যে জ্ঞান আমাকে মুক্তির পথ দেখাবে। যে জ্ঞান আমাকে আমার স্রষ্টার কাছে সমর্পিত করতে উদ্ভূত করবে। কিন্তু পাই না। এই জগতের লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ সেই সুযোগ দেয়না। তখন আমি তা থেকে বিচ্যুত হই। তারপর কলম ধরি। সেই জ্ঞানের বিপরীত দিকে ধাবমান হই। নিজেই সৃষ্টি করতে চাই। কিন্তু তাতো সম্ভব নয়। যে কাজ সর্ব কল্যাণকারীর। যে কাজ শুধু মাত্র এক জনের জন্যই। তা আমি কোন -কি কারণে করতে পারি? এখন আমি সে পথ থেকে বিচ্যুত। সম্পূর্ণ বিচ্যুত। তাই জ্ঞানের গর্ভে বিলীন হয়ে যাই। নিজেই লিখি! হ-য-ব-র-ল বাক্য বানাই। যার কোন অর্থ নিজেও জানি না। কেউ তার অর্থ খুঁজলে উত্তর দেই না। এর চেয়ে বেশি আমি আর কিছছুই নই।

হেমন্ত মন্ডল › বিস্তারিত পোস্টঃ

লেখার আহ্বান (পত্রিকার জন্য)

২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সু-প্রিয় লেখিয়ে বন্ধুগণ আপনাদের অবগতির
জন্য জানানো যাচ্ছে যে, টাইমস্
নারায়ণগঞ্জ২৪.কম নামক অনলাইন পত্রিকা
আপনাদের অপ্রকাশিত কবিতা, গল্প ও প্রবন্ধের
জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তাই দেরি না
করে নিচের শর্ত সাপেক্ষে দ্রুত লেখা জমা
দিন।

★★★শর্ত সমূহ:
১) যে কোন সময় পাঠানো যাবে,
২) প্রতিদিন রাত ৯টায় সাহিত্যের পাতাতে আপ করা
হবে।
৩) লেখা নিজের মৌলিক রচনা হতে হবে।
৪) লেখকের সুন্দর পটভূমি সম্বলিত এক কপি ছবি
(না থাকলে পরেও দেওয়া যাবে)
৫) ইউনিজয়, সুতন্নি সব ধরনের লেখা গ্রহণযোগ্য।
তাই দেরি না করে এখনই পাঠিয়ে দিন।

লেখা পাঠানোর ঠিকানা
ই-মেইল: [email protected]
ফেইসবুক: Facebook.com/pm.kobi
মোবাইল: +৮৮০১৯৮০০৮২৯৪৭
★★★এখানে কমেন্ট করেও দিতে পারেন।

লেখা যেখানে দেখবেন:
Timesnarayanganj24.com

বিঃদ্রঃ এই লেখাটি কারও অনুমতি নিয়ে লেখা হয়নি
এমনকি প্রিয় এডমিনেরও। তাই আমি আন্তরিকভাবে
দুঃখিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.