নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন পরাজিত ভবঘুরে মানুষের কিছু নিজস্ব কথা

ভবঘুরে হিমু

আমার অনেক ইচ্ছে করে একসাথে অনেক কিছু হতে । আমি যখন নাইনে পড়ি তখন খেলোয়াড় হওয়ার ভুত মাথায় ছিল । পারলাম না হতে । ফলস্বরূপ পরীক্ষায় করলাম খারাপ । যাই হোক টেনেটুনে উঠলাম কলেজে । শুরু হল রাজনীতি করা । তখন পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিলাম রাজনীতিবিদ হব । সত্যি বলতে আমার রাজনীতি করার মত সাহস নাই । ( সবাইকে তাই মুখে বলি , রাজনীতির বেহাল দশা দেখে রাজনীতি থেকে অবসর ) । এরপর আসল লেখক হওয়ার ইচ্ছা । কিছুদিন চলল লেখালেখি । আমিই লেখি আর আমিই পড়ি । আর কেউ নাই । তাই হতাশ হয়ে দিলাম ছেরে । এরপর ফিল্ম ডিরেক্টর । ফিল্ম তো বানাতেই পারলাম না উল্টো কিছু পয়সা নষ্ট । এরপর এবার আসল কবি হওয়ার ইচ্ছা । কবিতা লেখি আর খাতা শেষ করি । অজস্র ফাউল কবিতা । এইসব কবিতা পড়লে কোন আসল কবির হার্ট-এটাক ও হয়ে যেতে পারে । কিন্তু দিন শেষে আমি কিছুই হতে পারলাম না । কখনও হতে পারব কিনা তাও জানি না । কিন্তু এত কিছু হতে গিয়ে আমি নতুন একটা আউলা জিনিস হয়ে গেছি । তা হল - ভবঘুরে ( vagabond ) এবং আমি এখন একজন পঞ্চম শ্রেণীর ভবঘুরে .........!!!

ভবঘুরে হিমু › বিস্তারিত পোস্টঃ

সময় থাকতে সোজা হইয়া যান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

আমি আওয়ামীলীগ বুঝি না , আমি বি এন পি বুঝি না । আমি মুসলিম বুঝি না , হিন্দু বুঝি না , খ্রিস্টান বুঝি না , বৌদ্ধ ও বুঝি না । আমি আর কিছুই বুঝি না । আমি শুধু বুঝতে চাই যুদ্ধাপরাধী রাজাকারের ফাঁসি । ( জনসম্মুখে শাহবাগের প্রজন্ম চত্বরে হলে আরো ভাল হত ) । এই চিন্তা কিন্তু অমুলক নয় ।

এই যে সরকার এখন ফাঁসি চাই , ফাঁসি চাই কইয়া চিল্লাইতাছি । তারাতারি মাইনা নেন । নইলে কয়দিন পরে কিন্তু শাহবাগে ফাঁসি চাই কইয়া আন্দোলন শুরু করমু । সারা বাংলার মানুষ এই ডাকে শাহবাগ চইলা আসব । এত মানুষ হইব যে দেখবেন আপনাদের বাসায় জায়গা দেওনের মত জায়গা খালি নাই । সো কি করবেন তারাতারি ঠিক করেন । একটি সিঙ্গেল বাঙালীও কিন্তু রায় নিয়ে আপোষ করবে না । মাইন্ড ইট ।



আমরা বাঙালী ...

জয় বাংলা ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.