| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হিমু
আমার অনেক ইচ্ছে করে একসাথে অনেক কিছু হতে । আমি যখন নাইনে পড়ি তখন খেলোয়াড় হওয়ার ভুত মাথায় ছিল । পারলাম না হতে । ফলস্বরূপ পরীক্ষায় করলাম খারাপ । যাই হোক টেনেটুনে উঠলাম কলেজে । শুরু হল রাজনীতি করা । তখন পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিলাম রাজনীতিবিদ হব । সত্যি বলতে আমার রাজনীতি করার মত সাহস নাই । ( সবাইকে তাই মুখে বলি , রাজনীতির বেহাল দশা দেখে রাজনীতি থেকে অবসর ) । এরপর আসল লেখক হওয়ার ইচ্ছা । কিছুদিন চলল লেখালেখি । আমিই লেখি আর আমিই পড়ি । আর কেউ নাই । তাই হতাশ হয়ে দিলাম ছেরে । এরপর ফিল্ম ডিরেক্টর । ফিল্ম তো বানাতেই পারলাম না উল্টো কিছু পয়সা নষ্ট । এরপর এবার আসল কবি হওয়ার ইচ্ছা । কবিতা লেখি আর খাতা শেষ করি । অজস্র ফাউল কবিতা । এইসব কবিতা পড়লে কোন আসল কবির হার্ট-এটাক ও হয়ে যেতে পারে । কিন্তু দিন শেষে আমি কিছুই হতে পারলাম না । কখনও হতে পারব কিনা তাও জানি না । কিন্তু এত কিছু হতে গিয়ে আমি নতুন একটা আউলা জিনিস হয়ে গেছি । তা হল - ভবঘুরে ( vagabond ) এবং আমি এখন একজন পঞ্চম শ্রেণীর ভবঘুরে .........!!!
খেলা তো পুরাই জমে উঠেছে এখন । যাক এখন রাজিব বাবাজিরে নিয়া কিছুদিন চিল্লাবে পাবলিক , একদল আবার তা ভুল প্রমাণ করতে চাবে । কয়েকদিন মাঠ থাকবে চাঙ্গা ... আন্দোলনকারী , সরকার , জামাত-শিবির ... ত্রিপক্ষিয় খেলা চলবে । ইতিমধ্যে আন্দোলনকারীরা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে । কোন সুস্পষ্ট নেতা নাই । মাঝখানে ফাও ফাও একটা প্রাণ চলে গেল , একটা তাজা শরীরকে মাটিচাপা পড়তে হল । বেচারা রাজিব ভাই বুঝে নি দুনিয়া কি চিজ ।
এই দেশে সব কিছুই হয় , সব কিছু হবেও , সবই থাকবে ঠিকঠাক
মাঝখানে প্রাণ দিবে একদল বোকা মানুষের ঝাক ... !!!
©somewhere in net ltd.