নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন পরাজিত ভবঘুরে মানুষের কিছু নিজস্ব কথা

ভবঘুরে হিমু

আমার অনেক ইচ্ছে করে একসাথে অনেক কিছু হতে । আমি যখন নাইনে পড়ি তখন খেলোয়াড় হওয়ার ভুত মাথায় ছিল । পারলাম না হতে । ফলস্বরূপ পরীক্ষায় করলাম খারাপ । যাই হোক টেনেটুনে উঠলাম কলেজে । শুরু হল রাজনীতি করা । তখন পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিলাম রাজনীতিবিদ হব । সত্যি বলতে আমার রাজনীতি করার মত সাহস নাই । ( সবাইকে তাই মুখে বলি , রাজনীতির বেহাল দশা দেখে রাজনীতি থেকে অবসর ) । এরপর আসল লেখক হওয়ার ইচ্ছা । কিছুদিন চলল লেখালেখি । আমিই লেখি আর আমিই পড়ি । আর কেউ নাই । তাই হতাশ হয়ে দিলাম ছেরে । এরপর ফিল্ম ডিরেক্টর । ফিল্ম তো বানাতেই পারলাম না উল্টো কিছু পয়সা নষ্ট । এরপর এবার আসল কবি হওয়ার ইচ্ছা । কবিতা লেখি আর খাতা শেষ করি । অজস্র ফাউল কবিতা । এইসব কবিতা পড়লে কোন আসল কবির হার্ট-এটাক ও হয়ে যেতে পারে । কিন্তু দিন শেষে আমি কিছুই হতে পারলাম না । কখনও হতে পারব কিনা তাও জানি না । কিন্তু এত কিছু হতে গিয়ে আমি নতুন একটা আউলা জিনিস হয়ে গেছি । তা হল - ভবঘুরে ( vagabond ) এবং আমি এখন একজন পঞ্চম শ্রেণীর ভবঘুরে .........!!!

ভবঘুরে হিমু › বিস্তারিত পোস্টঃ

হরতাল নয় , শান্তি চাই

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৬

হরতাল নয় , শান্তি চাই



নগরীর এক প্রান্তে আন্দোলন ,

অপর প্রান্তে হরতাল ,

এ বলে যোগ দাও , ও বলে

করে দাও বানচাল ,

মাঝখানে তুমি আমি অসহায়

পাবলিক আবাল ।



আমাদের নিয়ে খেলে সবাই -

ছেঁচে দেয় আমাদের বাল ,

আমরাই কুমির ডেকে আনি

কেটে দিয়ে প্রশস্ত খাল ,

আমরা আম জনতা ম্যাঙ্গো পিপল

পাবলিক আবাল ।



আমরাই করে দিয়েছি সুযোগ

আমরা হুদাই দেই ফাল ,

আমাদেরকে ইস্যু করে ফায়দা লুটে

রাজনীতিবিদদের পাল ,

তাদের হরতাল নামক অত্যাচারে

উঠে গেছে আমাদের গায়ের ছাল ।



ওরে বোকা পাবলিক , ম্যাঙ্গো পিপল

আর কতকাল থাকবি আবাল ?

এইবার সময় এসেছে দেখিয়ে দেয়ার

যে আমরাও একেকটা মাল ,

আমরা এই বঙ্গ দেশে মেনে নিব না

আর কোন হরতাল , হরতাল ।



আমরা আর চাই না শুনতে হরতাল -

হবে কোন এক আগামী কাল ,

আমরা শুনতে চাই আগামীকাল

নগরী হবে উৎসবে মাতাল ,

সকল নাগরিক মিলে মিশে যাবে

শান্তির বাতাসে সকলে হবে টাল ।





এই যে নাগরিক এইবার জাগেন

আনতে হবে বসন্তের সকাল ,

আর যাবে না ঘুমিয়ে থাকা ঘরে

এক করতে হবে আকাশ-পাতাল ,

সবাইকে জানিয়ে দিন চিৎকার করে

সোনার বাংলায় আর চাই না হরতাল ।



© Hemu Vagabond . All Rights Reserved.

Unauthorized use or reproduction without permission for any reason is prohibited.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

রেজওয়ান তানিম বলেছেন: ব্লগে স্বাগত

লিখতে থাকো

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

ভবঘুরে হিমু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই .। আপনারা পাশে থাকলে অবশ্যই পারব ইনশাল্লাহ .।.।। :দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.