নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ › বিস্তারিত পোস্টঃ

২০১৭: পরিবর্তনের বার্তা নিয়ে আমরা ‘বাংলাদেশ জাগ্রত জনতা’

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

২০১৭ সালে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় ঘটতে যাচ্ছে। আমাদের এ অভ্যুত্থানের সারথী আপনি, আপনারা এবং আমরা সকলে। আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা পাল্টে নেবো আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে। সমৃদ্ধশালী, শক্ত অর্থনৈতিক ভিত্তি, শিক্ষার আলোয় বিকশিত সত্তা, দৃঢ় সামাজিক বন্ধন এবং সুখি-সমৃদ্ধ কোন্দলমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমরা আপনাদেরকে আহ্বান জানাই আমাদের পথচলার সঙ্গী হবার। আমাদের গতিশীল মঞ্চে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য আমরা আপনাদের প্রস্তুত করতে চাই। আহ্বান করছি আমাদের সাথে সংযোগ স্থাপনের। আমাদের কর্মপরিকল্পনা, দর্শন, রাজনৈতিক অবস্থান, মেনিফেস্টোসহ আগামী দিনের দিকনির্দেশনা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো।



আমরা আপনাদের সমর্থন, সহায়তা এবং পরামর্শ চাই। আমাদের সবধরনের রাজনৈতিক সিদ্ধান্ত, নের্তৃত্ব নির্বাচন, এবং কার্যক্রম শতভাগ গণতান্ত্রিক এবং আলোচনা এবং পরামর্শের মাধ্যমে গৃহীত হয়। আমরা আপনাদের মতামত, পরামর্শ, সমালোচনা সানন্দে গ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।



২০১৭ সালে আমরা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মঞ্চে আপনাদের জন্য নতুন নের্তৃত্ব উপহার দেবো। আপাতভাবে আমরা সেই রাজনৈতিক দলের একটি নামের প্রস্তাবনা করছি। আপনাদের সমর্থন, মতামত, এবং চূড়ান্ত মত পেলে আমরা সে নামে আত্মপ্রকাশ করবো। একইসাথে আহ্বান করছি বিকল্প যুগপোযোগী বিকল্প নাম প্রস্তাবের।



প্রস্তাবিত রাজনৈতিক দলের নাম:



‘বাংলাদেশ জাগ্রত জনতা’



আমাদের যোগাযোগের জন্য ই.মেইল ঠিকানা: [email protected]



ইতোপূর্বে আমাদের রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্বলিত কিছু লেখা পড়বার অনুরোধ করছি। নিচের লিঙ্কগুলো ক্লিক করে আমাদের মতাদর্শ সম্বন্ধে জানতে পারবেন:

১. : দিন বদলের অঙ্গীকার: Click This Link

২. : জয়বাংলা: আসুন একতাবদ্ধ হই: Click This Link

৩. : আসো পতাকা তলে: Click This Link

৪. : রাজনীতির নতুন রূপরেখা: Click This Link

৫. : আমাদের রাজনৈতিক কর্মপরিকল্পনা: Click This Link



পর্যায়ক্রমে আমরা আমদের পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করবো। আপনার সমর্থন এবং মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করুন।



বিজয় সুনিশ্চিত। জয়বাংলা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: ফালতু

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

হিমরাজ ব্লগ বলেছেন: কৃতার্থ হলাম। ধন্যবাদ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

ইমরান হক সজীব বলেছেন: শুভ উদ্যোগ শুভ হক

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

হিমরাজ ব্লগ বলেছেন: ধন্যবাদ। তবে মতামত চাই।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ইমরান হক সজীব বলেছেন: শুভ উদ্যোগ শুভ হক

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন: তবে যত যাই হোক, রুট লেভেলের মানুষকে ম্যানেজ করতে না পারলে কন লাভ হবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

হিমরাজ ব্লগ বলেছেন: ধন্যবাদ।

হ্যা, আমরা শুরু করছি টপ আর রুট, দুই লেভেল থেকেই। সামনের কয়েকটা লেখাতে পরিকল্পনাগুলো জানাবো। পুরানা ছেড়ে নতুন কিছু করতে যাচ্ছি। সঙ্গ দিন, প্লিজ কিপ ইন টাচ। ভালো থাকবেন।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

আছিফুর রহমান বলেছেন: শুভ পরিকল্পনা। তবে এটা ব্লগ আর নেট ভিত্তিক করে গড়ে তোলা সম্ভব না। সবাইকে এক জায়গায় বসা দরকার।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

হিমরাজ ব্লগ বলেছেন: ধন্যবাদ,

প্রচারণার এই মাধ্যমটাকে কাজে লাগাচ্ছি।

পাশাপাশি গণ সংযোগ চলছে।

বসার উদ্যোগটা খুবই চমৎকার। কবে বসতে চান? কোথায়?

ভালো থাকবেন, শুভ প্রত্যাশা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

আছিফুর রহমান বলেছেন: আসেন আমরা সবাই বসে ঠিক করি কোথায় বসা যায়, কিভাবে গন মানুষের আরো কাছে পৌছানো যায়। কিভাবে প্রক্যেকটা ছাত্রের কাছে পৌছানো যায়। আসেন সবাই আমরা এক সাথে বসি।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

হিমরাজ ব্লগ বলেছেন: আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন।
https://www.facebook.com/বাংলাদেশ-জাগ্রত-জনতা-360852680722633

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.