![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক) কট্টর বাঙালি জাতীয়তাবাদ।
বাঙালি জাতীয়তাবাদ আমাদের প্রথম এবং প্রধানতম ভিত্তি। আমরা বাঙালি জাতীয়তাবাদের ধারক ও বাহক। হাজার বছর ধরে গড়ে ওঠা বাংলা ভূখণ্ডের মানুষের সংস্কৃতির ধারক আমরা বর্তমান বাংলাদেশে বসবাসকারী প্রতিটি জনগোষ্ঠীই বাঙালি। আমরা কট্টর বাঙালি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত। আমাদের আছে সমৃদ্ধ ইতিহাস, উন্নত সংস্কৃতি। দেশের মানুষের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করবার পাশাপাশি আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেবো বাঙালির গৌরব গাথা। জাতীয়তাবাদের ক্ষেত্রে দ্বিধাবিভক্তির যেকোনো ধরনের রাজনীতি এবং অপপ্রয়াসকে আমরা রূখে দেবো আমাদের জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগিয়ে; গায়ের জোরে নয়, তথাকথিত আন্দোলন-সংগ্রাম করে নয়, মানুষের দ্বারে দ্বারে যেয়ে বাঙালির মহত্ব গাথা শুনিয়ে জনগণকে জানানো হবে বাঙালি জাতীয়তাবাদের আদর্শ। যে বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মাধ্যমে বীর বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছে, সে স্বাধীনতার স্বাদকে পুরোদমে আস্বাদনের সব ধরনের ব্যবস্থা করবো আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নেয়া বাঙালিরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতাকে পূর্ণতা দান করবার ব্রত নিয়ে আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।
খ) অহিংসা।
আমরা অহিংস মানসিকতার। অহিংসা আমাদের অন্যতম ভিত্তি এবং প্রধানতম আদর্শ। আমরা সহিংসতার বিরুদ্ধে, যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের ঘোর বিরোধী। আমাদের কর্মকাণ্ড অহিংস এবং আমরা শান্তিবাদী। আমরা বিনয়ী, সদালাপী। আমরা যেকোনো ধরনের প্রতিবাদের ভাষা হিসেবে কখনোই সহিংসতা প্রকাশ করবোনা। আমরা প্রতিবাদ জানাবো অহিংসভাবে; আমাদের মতামত স্পষ্টভাবে জনসম্মুখে তুলে ধরে সত্য এবং ন্যায়কে জনসম্মুখে প্রকাশ করা হবে, প্রচার করা হবে। আমরা বিশ্বাস করি যেকোনো কৃত কর্ম ফলাফল প্রদান করে এবং আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের উদ্দেশ্য অর্জন করতে ত্বড়িতকর্মা। যেকোনো ধরনের সহিংস আচরণকে প্রতিরোধ করা হবে সম্মলিতিভাবে হাতে হাত ধরে একসাথে। সবচেয়ে বড়ো কথা, আমাদের উপর সহিংস আক্রমণ হলেও আমরা প্রত্যুত্তর হিসেবে সহিংসতা প্রকাশ করবোনা কখনো। আমরা কখনো হরতাল, অবরোধ করবোনা।
গ) উচ্চশিক্ষা (সু এবং/বা স্বশিক্ষা)।
শিক্ষা আমাদের আদর্শের আর একটি উল্লখেযোগ্য ভিত্তি। আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই উচ্চশিক্ষিত এবং/বা স্ব স্ব ক্ষেত্রে দক্ষ এবং স্ব/সুশিক্ষিত। আমরা দেশে শিক্ষার প্রসারে বদ্ধপরিকর। আমাদের রাজনৈতিক দলের উদ্যোগে এবং রাজনীতির সাথে সম্পৃক্ত উদ্যোক্তা ব্যক্তিবর্গের সহায়তায় দেশের প্রতিটি উপজেলায় স্থাপন করা হবে শিক্ষা প্রতিষ্ঠান। ক্রমে প্রতিটি ইউনিয়নে এবং আরো পরে প্রতিটি ওয়ার্ডে আমরা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবো। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারের জন্য এসব শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে প্রতিটি গ্রামে বয়স্ক এবং নারী শিক্ষা এবং সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। আমরা পড়ালেখাকে ছড়িয়ে দেবার জন্য এবং সবার জন্য শিক্ষার সুযোগকে উন্মুক্ত করবার জন্য গণগ্রন্থাগার স্থাপন করবো, পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আদলে বই পড়ার সুযোগ করে দেবো সব বয়সী মানুষের জন্য। দলীয় খরচে আমরা আমাদের সম্ভাবনাময়, মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন আন্তর্জাতিক ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা অর্জন করে দক্ষ জনশক্তি হিসেবে পরিণত করে দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখবার মতো জনগোষ্ঠীতে পরিণত করবার জন্য শিক্ষা বৃত্তি প্রদান করবো। আমরা যেকোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া এবং আত্মীকরণের ক্ষেত্রে উচ্চশিক্ষাকে প্রাধান্য দেবার পাশাপাশি কর্মদক্ষতা এবং ভালো ফলাফলের ভিত্তিতে সামগ্রিক পারঙ্গমতাকে বিশেষভাবে বিবেচনা করে থাকি।
©somewhere in net ltd.