নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ

চির উন্নত মম শির

হিমরাজ ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ জাগ্রত জনতা: রাজনৈতিক ভাবনা, দর্শন ও মতাদর্শ (৬ষ্ঠ কিস্তি)

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫

ড) গতি।

বাংলাদেশ জাগ্রত জনতা, এর সাথে সম্পৃক্ত প্রতিটি নেতা-নেত্রী, কর্মী, সংগঠক, সমর্থক চূড়ান্ত মাত্রায় দ্রুতগতিসম্পন্ন। আমরা দ্রুতগতিতে হাঁটি, যে গতিতে হাঁটেন আমাদের পোশাক কর্মীরা। গতি আমাদের চলার কৌশল। তবে আমরা তাড়াহুড়ো করিনা। আমরা জানি এবং বিশ্বাস করি, “স্লো এন্ড স্টিডি উইনস দ্যা রেস”। আমরা এসেছি, জয় করতে, সফল হতে, দীর্ঘমেয়াদী লাগসই প্রতিস্থাপন দাঁড় করাতে।



ঢ) সমবায়নির্ভর সমন্নিত কার্যক্রম।

আমরা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে সমবায় বা দলনির্ভর। আমরা যেকোনো কাজ করি দলীয়ভাবে। আমরা একের বোঝা বহন করি দশজন মিলে। জাগ্রত জনতার অন্যতম ভিত্তি সব্বাইকে একত্রিত করে সমবায়নির্ভর কার্যক্রম, সম্মিলিত অংশগ্রহণ এবং সমন্নিত কার্যক্রম।



ণ) কর্ম উদ্যোগ।

বিভিন্ন ধরনের কর্ম উদ্যোগ এর সূচনাকে বাংলাদেশ জাগ্রত জনতার আর একটি স্তম্ভ বা পরিচয় হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমরা বিশ্বাস করি কাজ, কাজ এবং কাজ এ । আর আমাদের কাজের ক্ষেত্র হিসেবে আমরা সময়ে সময়ে নিজেদের সরাসরি অংশগ্রহণে, অন্য আর সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকি। পাশাপাশি, শুরু করবার জন্য আগ্রহী সবাইকে এবং অন্যান্যদের মাঝে আগ্রহ তৈরি করে বিভিন্ন প্রকল্প শুরু এবং বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি। আমাদের চলমান এবং ভবিষ্যতে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে আছে ‘মশলা চাষ প্রকল্প’, ‘গবাদি পশু (গরু, মহিষ, ছাগল) লালন পালন, দুধ এবং দুধজাত পণ্য উৎপাদন’, ‘ধানের তুষের তেল উৎপাদন’, ‘মাছ চাষ’, ‘মুরগি পালন এবং ডিম উৎপাদন’, ‘কৃষি’, ‘চা চাষ’, ‘বিশুদ্ধ পানি’, ‘বাঁশ-বেত চাষ এবং বাঁশ- বেতজাত পণ্য তৈরি’, ‘পাট চাষ এবং পাটজাত পণ্যদ্রব্য তৈরি’, ‘কাগজ উৎপাদন, কাগজের বাক্স এবং অন্যান্য উপকরণ তৈরি’, ‘বিভিন্ন শিল্প উপকরণের কাঁচামাল এবং শিল্প উপকরণ নির্মাণ/উৎপাদন’, ‘কাঠের বিভিন্ন শিল্পপণ্য, বিভিন্ন ধরনের আসবাবপত্র নির্মাণ’, ‘গ্রামীণ নারীদের মাধ্যমে নকশীকাঁথা, বিভিন্ন ধরনের হস্তশিল্প, কারুপণ্য এবং পোষাক তৈরি’, ‘উৎপাদিত পণ্যের বিপণন, খাবার দোকান, বিভিন্ন খাদ্য পণ্য বিপণন, চেইন ও সুপার শপ স্থাপন’, ‘বিভিন্ন ধরনের শিল্প ও কলকারখানা’, ‘বিভিন্ন ধরনের ব্যবসা’, ‘ব্যাংক’, ‘বীমা’, ‘পরিবহন বাণিজ্য’, ‘শিক্ষা’, ‘হেরিটেজ সচেতনতা কার্যক্রম’, ‘পর্যটন’, প্রভৃতি প্রকল্প। সবগুলো উদ্যোগ একাধকি মানুষ-জন সহযোগে সমবায়নির্ভর; আর আমাদের এ প্রকল্পগুলোর প্রধানতম লক্ষ্য প্রান্তিক, স্বল্প আয় এবং নিম্ন জীবন যাত্রার মানুষের অর্থনৈতিক শক্ত ভিত্তি তৈরি করা। পাশাপাশি সবার অংশগ্রহণকে নিশ্চিত করে আমাদের বর্তমান সমাজের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটানো। এ প্রকল্পগুলোতে একসাথে অনেকগুলো মানুষ, অনেকগুলো পরিবার সম্পৃক্ত হয়ে একদিকে ব্যক্তিগত উপার্জনকে নিরাপদ এবং বৃদ্ধি করে, অন্যদিকে পরিবারগুলোকে করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং দারিদ্র্য বিমোচন। আমাদের গৃহীত এধরনের উদ্যোগ ও প্রকল্পগুলো দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন আনতে সক্ষম (আমাদের অন্য কিস্তির লেখায় এধরনের উদ্যোগ এবং এর মাধ্যমে কৃত পরিবর্তন এবং বিকাশের বিস্তারিত আলোচনা করা হয়েছে)।



সবশেষে বলতে চাই, বর্তমানের বেশিরভাগ ‘কথা সর্বস্ব রাজনৈতিক দল’ এর মতো শুধু কথা শোনাবার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। ২০১৭ সালে আমাদের আত্মপ্রকাশ ঘটবে সারম্বরে। আমরা প্রস্তুত হচ্ছি। আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। আমরা আপনাদেরকে প্রস্তুত করছি। আমরা আমাদের জানান দিচ্ছি আপনাদের সামনে। সাথে শিখছি। আমাদের বিজয় সুনিশ্চিত। আপনাদের পাশে পথ চলার সঙ্গী হয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। বিশ্বের বুকে আমরা হবো গর্বিত। ‘সমৃদ্ধ বাংলাদেশ’ এর জাগ্রত জনতা হিসেবে।



জয় বাংলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.