![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জীবনে হায় , সেই বেশি চায় , আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত , কাঙালের ধন চুরি ....
কবিতার লাইন দুটো আমাদের সকলেরই চেনা , শুধু বইয়ের পাতায় নয় , বাস্তব জীবনেও আমরা এরকম দৃষ্টান্ত অহরহ দেখতে পাই।
যার কিছুই নাই , তারও সমস্যা , যার অনেক কিছু আছে তারও সমস্যা। উদাহরণ দিচ্ছি।
মনে করুন আপনার টাকা পয়সা , সম্পত্তি কিছু নাই। বড়লোক কারও সাথে পরিচয় ও নেই। আপনার মায়ের ক্যান্সার, প্রচুর টাকা লাগবে।আপনি কি করবেন?? কিছুই করার নেই। কারন যাদের টাকা নেই , তাদের নিয়ে দুনিয়া ফুটবল খেলতে পছন্দ করে।
এখন মনে করেন আপনার অনেক টাকা আছে। আপনি হাই সোসাইটির মানুষ।
মানুষের আয় যত বেশি হয় , খরচও তত বেশি হয়। আপনার আয় অনুসারে আপনি প্রচুর টাকা ব্যায় করেন। কিন্তু টাকা ব্যায় করেও আপনার শান্তি নাই , আপনার মাথায় সারাক্ষন এই চিন্তা থাকবে যে কিভাবে আরও টাকা আয় করা যায়। এই চিন্তা আপনাকে পারিবারিক জীবন থেকে কিছুটা আলাদা রাখবে। আপনার ছেলে মেয়ের দিকে আপনার দৃষ্টি থাকবে না , ফলাফল ভয়াবহ। আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি নিয়ে আপনার ছেলে মেয়েরাই যখন ঝগড়া করবে তখন কি আপনার খুব ভালো লাগবে??
যার নাই , তার চিন্তাও নাই , ঝামেলাও নাই , সাদামাটাভাবে জীবন পার হয়ে যাবে। আর যার আছে , তার আরও চাই , যেটুকু আছে অইটুকু দিয়ে তার হচ্ছে না , সে সন্তুষ্ট না , আত্মার তৃপ্তি নেই। আরো আরো করতে করতে একদিন সে মারা যাবে , সেদিন সে এক আনাও সাথে নিতে পারবে না। পৃথিবীর নিয়ম একটাই, খালি হাতে আগমন, খালি হাতে প্রস্থান।
মধ্যবিত্তরা অবশ্য এইক্ষেত্রে সুখী ,
তাদের একেবারেই যে নেই তা নয় , আবার তাদের তেমন কিছুই নেই যা দিয়ে গর্ব করা যায়... তারা ১০ টাকা দিয়ে সারাদিনের খরচ চালাতে পারে আবার ১০০০ টাকা দিয়েও সারাদিনের খরচ চালাতে পারে।
তবে সাধারণত তারা একদিনে ১০০০ টাকা খরচ না করে ১০ টাকা ১০০ দিন ধরে খরচ করতেই বেশি পছন্দ করে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০
আদর্শ সৈনিক বলেছেন: ঠিক আছে ইনশা আল্লাহ