![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউরোপ, আমেরিকার কোনো দেশে গেলে আমাদেরকে হরহামশায় নানা রকম চেকিংসের মধ্য দিয়ে যেতে হয়,,,
বিদেশী এয়ারপোর্টে কিংবা ইমিগ্রেশন অফিসে অফিসাররা বাঙালীদের দিকে আড় চেখে তাকায়, আর আপনি যখন তার সামনে লাল-সবুজের পাসর্পোট রাখবেন, তার মুখ দিয়ে একটা শব্দই বের হয়,, ওও,,,
এইটা ভাবার কোনো কারন নাই যে তারা এই শব্দটা পজেটিভ অর্থে ইউজ করে,,এই শব্দ দ্বারা বাঙালীদের প্রতি তাদের নিচুঁ মনোভাবই প্রকাশ পায়,,,কিন্তু এতে দোষটা ঐ অফিসারদের না, দোষটা আমাদের!
তারা শব্দটা উচ্চারন করার পর আমরা যদি তাদেরকে ভদ্রতার সহিত বুঝিয়ে বলতাম, স্যার এইখানে লাল রঙটার অর্থ হলো ৩০ লক্ষ শহীদের রক্ত, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আর সবুজ রঙটার অর্থ হলো প্রকৃতির স্বর্গরাজ্য সবুজ-শ্যামল বাংলাদেশ।
আমার বিশ্বাস এই কথাটা শুনার পর ঐ ভদ্রলোকগুলো আর কখনো কোনো বাঙালীর পাসর্পোট দেখে ওও,, শব্দটা মুখ দিয়ে আনতে দ্বিতীয়বার ভাববেন,,,
কারন যে জাতি স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ জীবন বিলিয়ে দিতে পারে তারা নিশ্চয় ফেলনার নয়,, অর্জন তো আমাদের আছেই, সেটাকে রক্ষা করার এবং বাড়ানোর দ্বায়িত্ব আমাদের সকলের, শুধু প্রয়োজন একটু চেষ্টার, একটু একাগ্রতার,,,
©somewhere in net ltd.