![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা যদি এমন হতো,,,
আমাদের সবার কাধেঁ একটা করে ব্যাগ থাকতো, যেটাতে আমরা আমাদের স্বপ্নগুলো বয়ে বেড়াতে পারতাম, স্বপ্নগুলো হয়তো খুব বড় হতো না,,, আমরা পূরণ করতে পারবো না এমনও হতো না, শুধু হতো একটু মধুময়, একটু মায়াময়,,,
মানুষ ভেদে স্বপ্নগুলো হতো ভিন্ন,
বাবা-মার স্বপ্ন হতো, ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করা, ছেলে-মেয়ের স্বপ্ন হতো দেশের একজন যোগ্য নাগরিক হওয়া, একজন কৃষকের স্বপ্ন হতো সবসময় তার পরিবারের হাস্যজ্জ্বল চেহারা দেখা, একজন ব্যবসায়ীর স্বপ্ন হতো শ্রমিকদের আস্থাভাজন হওয়া, টাকার জোরে নয়, মনের জোরে, একজন শিক্ষকের স্বপ্ন হতো আমাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলা, দেশ নেতাদের স্বপ্ন হতো, দারিদ্র ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়া,,,
আর আমার-আপনার স্বপ্ন কি হতো জানেন??
নিজের ছোট খাটো চাওয়া গুলোকে বিসর্জন দিয়ে এদের স্বপ্নগুলোকে পূরণ করা,,কারন এদের স্বপ্নই তো আমাদের স্বপ্ন,,
হ্যামিলনের বাশিঁওয়ালা হতে না পারি, এট লিস্ট স্বপ্নের ফেরিওয়ালা তো হতে পারি,,,
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: ভালো লিখেছেন ভাই