![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড়ই লাজুক ছিল ছেলেটা, চোখে ইআ মোটা ফ্রেম এর চশমা পড়তো, হাতে সব সময় কালো রং এর একটা গিটার থাকতো, কালো রং ছিল তার ফেভারিট, সময় পেলেই গান গাইতো, আর তাকে ঘিরে থাকতো কিছু বিস্মিত চোখ,অপূর্ব ছিল সে কন্ঠসর, মায়া ছিল সে চোখে,ছিল অজস্র ভালোবাসা,তাইতো বনধুরা সবাই তাকে খুবই পছন্দ করতো।
আজ বৃহস্পতিবার, ক্যাম্পাস বন্দ হয়ে যাবে দীর্ঘ একমাস এর জন্য,কাল সকালেই বাড়ির উদ্দেশে রওনা দিতে হবে, কতো দিন মাকে দেখেনি,মায়ের হাতের রান্না যে সে খুব মিস করে,গত কালকেই মায়ের সাথে কথা হয়েছিল, মা খুশিতে কাঁদছিলেন, মায়ের কান্না শুনে সে আর চোখের পানি ধরে রাখতে পারলো না, সন্ধাবেলা ব্যাগ গুছিয়ে হল থেকে বের হয়ে ঝুপরির দিকে গেল সে, সাথে রাসেল ও ছিল, হলের সামনের রাস্তা পার হতে না হতেই, আচমকা তারা ঝুপরির সামনে দুই ছাএ গ্রুপ এর সংঘর্ষের সামনে পড়ে গেল,মুহূর্তের মধ্যেই শান্ত ক্যাম্পাস হয়ে উঠলো অশান্ত, সাধারন ছাএরা যে যেই দিকে পারে ছুটছে, রাসেল আবিরের হাত ধরে ডানদিন এ ছুটতে চাইলো,কিন্তু কোথায় আবির!
পাশ ফিরেই দেখতে পেল মাটিতে পড়ে আছে আবিরের রক্তাক্ত দেহ, মাথার পেছন দিখে এখনো ঝরঝর করে রক্ত পড়ছে,রাসেলের বুকটা ধক করে উঠলো,কাপঁতে কাপঁতে সে আবির হাত ধরে ডাকতে লাগলো," ওঠ আবির,তারাতারি ওঠ দোস্ত,এখনো অনেক কাজ বাকি,কাল সকালে বাড়ি যেতে হবে তো" না আবির সাড়া দিল না তার নিথর দেহ পড়ে রইলো,ততক্ষণ এ সবাই তাদের ঘিরে ধরলো( হয়ত সে সবার মধ্যে সেই ছেলেটি ও ছিল যার হকস্টটিক এর আঘাতে আবিরের এই অবস্থা) ,সবাই ধরাধরি করে আবিরের দেহটা একটা সি.এন.জি. তে তুলে সদর হসপিটাল এর দিকে রওনা দিল, আবিরের মাথাটা ছিল রাসেলের কোলে, তার মুখে কোনো কথা ছিল না, শুধু চোখ দিয়ে অবিরত পানি পড়ছিল, না বড্ড বেশি দেরি হয়ে গেছে, আবির আর ফিরে আসলো না,ছাএ রাজনীতি কেড়ে নিল আবিরের বেচেঁ থাকার সপ্ন,,,
এক বছর কেটে গেল আজ, রাসেল বাড়ির উদ্দেশে রওনা দিল,ক্যাম্পাস গত কালকে বনধ হয়ে গেছে,গাড়ির জানালার পাশে বসে বসে কথাগুলো ভাবছিল সে, সেদিন এর মত আজও তার মুখে কোন কথা ছিল না, চোখ দিয়ে শুধুই পানি ঝরছে
আবিরের মা তার ছেলের জন্য বাস স্টপে গিয়ে দাড়িয়ে আছেন, তার ছেলে কথা দিয়েছিল সে আসবে, গত এক বছর ধরে প্রতিদিন ছেলেকে নিতে আসেন তিনি, কিন্তু আবির একদিনের জন্যও আসেনি!!
বিঃ দ্রঃ আমরা হয়তো আবির এর জীবন ফিরিয়ে দিতে পারবো না, পারবো না তার বন্ধু রাসেলেরর চোখের জল আটকাতে, বোঝাতে পারবো না তার মাকে, তার ছেলে আর কোনোদিনই ফিরে আসবে না,,, কিন্তু যেটা পারবো সেইটা হলো, আবির এর মত আর কাউকে যেন এই নোংরা রাজনীতির জন্য জীবন হারাতে না হয়, কাউকে যেন বন্ধু হারাতে না হয়, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়,,,
দায়িত্বটা আমাদের সকলের,,,,
©somewhere in net ltd.