নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হো ইম

স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশের

হো ইম › বিস্তারিত পোস্টঃ

জেগে থাকুক স্মৃতির পাতায়

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

কাধেঁ ওয়াল্ড ভিশন লিখা ব্যাগ, মাথায় সাদা টুপি, বুক পকেটের উপর পতেঙ্গা উচ্চ বিদ্যালয় লিখা একটা গোল ব্যাচ,, এইতোই,,

হাই স্কুলের ৫ টি বছর এভাবেই তো কেটেছিল, জীবনের শ্রেষ্ঠ সময়গুলো স্কুলে কাটিয়েছিলাম তা বলবো না কিন্তু আমার এই অপূর্ণ জীবন সেদিনগুলোতে পেয়েছিল পূর্ণতা,, পেয়েছিলাম অনেক পরিচিত মুখ, পছন্দের কিছু শিক্ষক আর একটি সুবিস্তীর্ণ স্বপ্নীল আঙ্গিনা, সেখানে সূর্য মুঠো মুঠো রুদ্র ছড়াতো,, জোৎসনা ছড়াত সাদা শিউলি ফুলের শুভ্রতা, চৌকাঠে তার ঘুরে ঘুরে ক্লান্ত হতাম না কখনোই,, টিফিনের ফাকেঁ দোড়েঁ বাসায় এসে লাঞ্চ করা, দেওয়াল টপকিয়ে স্কুল পালানো, ক্লাসের মেয়েদের সাথে মাথা নিচুঁ করে কথা বলা, বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে স্যারের বেতাঘাত সহ্য করা, ক্লাস সিক্সে অংক প্রতিযোগিতায় ১ম হয়ে জীবনের প্রথম কোনো খেলায় পুরস্কার জিতা,,,

সব আজ অতীত, হারানো স্মৃতি ছাড়া আজ অবশিষ্ট বলতে কিছুই নেয় ,,

মাঝে মাঝে পুরানো বন্ধুদের দেখা মিলে, কেউ দেখে হাসি মুখে এগিয়ে আসে, কেউ বা দেখেও না দেখার ভান করে, আবার কেউ দেখেও চিনে না! অনেকেই সাথে আছে, খুব কাছেই আছে,,,


সাদা-কালো সে দিনগুলো, সে বছরগুলো আজ ভালো থাকুক, জেগে থাকুক আমার হৃদয়ের প্রতিটি পরতে পরতে,,, ভালো থাকুক আমার অতীত, ভালো আমার বর্তমান, ভালো হোক আমার ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটা চাওয়া,,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.