নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হো ইম

স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশের

হো ইম › বিস্তারিত পোস্টঃ

আবার আমরা মিথ্যা অহংকার করে বলবো,,,আমরা স্বাধীন!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলো একদিনে হয় না, কাজগুলো হয় ধীরে ধীরে,, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো একদিনে বেড়ে উঠে না, তারা বেড়ে উঠে তিলে তিলে,,

আমার এই দেশ একদিনে স্বাধীন হয়নি, ৯ মাস লেগেছিল,, এই নয় মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত ছিল সংগ্রামময়, ৭ কোটি মানুষের জীবন ভয় ও বিভীষিকায় ছিল আচ্ছন্ন,, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা পেয়েছিলাম বিজয়, ২ লক্ষ মা-বোনকে হারাতে হয়েছিল তাদের ইজ্জত!!

আজ আমরা স্বাধীন, আজ বাংলার আকাশে আমরা লাল-সবুজের পতাকা উড়ায়, আমরা স্বাধীনতা দিবস পালন করি, আমরা বিজয় উদযাপন করি,,আমরা খালি পায়ে শহীদদের শ্রদ্ধা জানাতে যায়, তাদের স্মৃতিশোধ ফুলে ফুলে ভরে দি!!

১৬ ডিসেম্বরেরর একটা পজেটিভ দিক কি জানেন??

ঐ দিনে ৫ বছরের যে বাচ্চাটা স্মৃতিশোধে ফুলের তোড়া নিয়ে আসে তার মনে কোনা ছলনা থাকেনা,,, রিকশাওয়ালা তার রিক্সায় যে ছোট্ট পতাকা লাগিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, তাতে কোনা অভিনয় থাকে না,,, রেল লাইনের বস্তিতে বেড়ে ওঠা রহিম, করিমরা যখন মাথায় পতাকা ব্যান্ড লাগিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ায়, সেখানে কোনো ভন্ডামি থাকে না,,, ঘাতকের গুলিতে মা-বাবা হারা মোশতাক মিয়া, যখন গরীর দুঃখী মানুষদের মাঝে খাবার ও শীতের পোশাক বিতরন করে তাতে কোনা অহংকার থাকে না,,,

ছলনাতো আমাদের মনে,
দুই দিন আগেও যে স্মৃতিশোধের পাশে বসে বসে মদ-গাজা খেয়েছি, সেখানেই আজ শ্রদ্ধা জানাতে আসছি!

অভিনয় তো আমরাই করি,
বছরের ৩৫৮ দিন অবহেলায়, অযত্নে পড়ে থাকা স্মৃতিশোধকে আমরা মাএ সাতদিনের জন্য স্বর্গীয় স্থান বানানোর চেষ্টা করি!

ভন্ডামিতো আমাদেরকেয় মানায়,
অনেক মুক্তিযোদ্ধা বৃদ্ধ বয়সে বউ ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবন-যাপন করছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, অনেকের মাথা ঘুচানোর জায়গা পর্যন্ত নেয়, আর আমরা সেই যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি শত শত কোটি টাকার ফুল নিয়ে স্মৃতিশোধে ফেলে এসে, দুই দিন পর আবার সেই ফুলই আমাদের মন থেকে পায়ের তলায় ঠায়ঁ পায়!

মিথ্যা অহংকার তো আমরায় করি,
আমরা স্বাধীন, আমরা মুক্ত, বলে,,,দুর্নীতিবাজ, দেশদ্রোহীরা গরীবের শীতের কম্বলটা, দুর্যোগে মানুষের বাচাঁর সম্ভলটাও যখন মেরে খায় তখন সকল স্বাধীনতা ধুলোয় মিশে যায়, সকল মুক্তি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়!

কি হয়?? স্মৃতিশোধে নিয়ে যাওয়া ফুলের টাকা দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে একটা ঘর বানিয়ে দিলে,,, কি এমন ক্ষতি হয়?? খালি হাতে স্মৃতিশোধে গেলে,,, অনত্ত তাদের সামনে মাথা উচুঁ করে বলতে পারি, "দেখ তোমার ভাইয়েরা সুখে আছে, আমরা তাদেরকে সুখে রেখেছি, চেয়ে দেখ, তোমরা যে সোনার দেশের স্বপ্ন দেখিছিলে তা আমরা পুরোন করেছি!"

কিন্তু সে কথা কখনোয় বলা হয় না, স্বপ্ন স্বপ্নয় থেকে যায়, আবার ছলনা শুরু হবে,আবার আমরা অভিনয় করবো, আবার শুরু হবে আমাদের ভন্ডামী, আবার আমরা মিথ্যা অহংকার করে বলবো,,, আমরা স্বাধীন!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.