![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গল্প রূপকথার
ভালোবাসা যেখানে ছড়ায় শিউলি ফুলের শুভ্রতা
আমি অপেক্ষা করি রািএ প্রাঙ্গনে
মুঠো মুঠো জোছনার মতন নৃত্য দেখাবো বলে
অপেক্ষা সাগরের নীল আকাশ
চার পায়ের ছন্দপতনে আছড়ে পড়ায়
অনুভব করি বহু প্রতীক্ষিত সে স্পর্শ
আমি আচল মেলে ধরি স্বপ্ন কুড়াবো বলে
একটা গল্প জীবনের
ভালোবাসা যেখানে ছড়ায় আতঙ্কের নীল রঙ
পৃথিবীর অন্ধকার কোণে ভীত আমি
প্রতিদিন লক্ষবার অনুনয় করে বলি
একবার ছুয়ে দিয়ে যাও
ভেঙে দাও মন্ত্রের কালো অভিশাপ
একটা গল্প তোমার আর আমার
অদৃশ্য এক ছায়াহীন দেয়াল
পথহীন মরুর উওপ্ত বালিময় এ সমাজ
সুখের সন্ধানে ছুটে চলা তেপান্তর
হাজার বার লক্ষ বার
ছোয়াঁ হলো না আর স্পর্শ
ধরা হলো না হাত
ক্ষমা করে দিও
পারিনি ভাঙতে কালো যত অভিশাপ!
©somewhere in net ltd.