![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০৩১ সালের কিছু ঘটনা,,,
ঘটনা ১:
আমার ছেলে super high school এর super 3 তে পড়ে ( class 3 থেকে super 3 ক্যামনে হলো,,, ডিজিটাল বাংলাদেশে সেটা নিয়ে চিন্তা করতে নেই)। একদিন সে পড়ছিল, হঠাৎ তার পড়াগুলো কানে আসতেই টাস্কি খেলাম,
" বাংলাদেশের জাতীয় পশু গরু !!!"
আমাদের সময় জাতীয় পশু ছিল রয়েল বেঙ্গল টাইগার,,,এখন গরু!!
পরে খবর নিয়ে জানতে পারলাম যে, বাঘের সংখ্যা এতই কমে গেছে যে সরকার বাধ্য হয়ে গরুকে জাতীয় পশু ঘোষনা করেছে!!!
ঘটনা ২:
আজ সাপ্তাহিক বন্ধের দিন,, পুরো ফ্যামিলি নিয়ে গেলাম ঢাকা চিড়িয়াখানায়,,,হাটতে হাটতে একটা খাচাঁর সামনে গিয়ে আবার সেই টাস্কি,, আগে যে খাচাঁয় বাঘ থাকতো সেখানে কিছু বিড়াল ছানা মিউ মিউ করছে!! চিড়িয়াখানার কেয়ারটেকার থেকে জানতে চাইলাম, ভাই বাঘের খাচাঁয়, বাঘ কই?? সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন, প্রশ্নটা করে আমি ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি!! সে কর্কশ কন্ঠে বললো, মিয়াঁ ফাইজলামি করতে আসছেন এইখানে,,,বাঘ দেখতে চানতো জাদুঘরে জান,,এইখানে কি?? আমি তো shocked, বাংলাদেশ সরকার rocked,,পরে জানতে পারলাম,,দেশে অবশিষ্ট যে দুটি বাঘ আছে সেগুলোকে সরকার, জাতীয় জাদুঘরে স্থান দিয়ছে,,,
ঘটনা ৩:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে এখন আর টাইগার নামে ডাকা হয় না,,,তারা জিতলে ও ইনটারন্যাশনাল মিডিয়া কই মিউ, হারলে ও কই মিউ,,,
ভবিষ্যতের ভাবনা ভাবাই নাকি জ্ঞানীর কাজ,,কিন্তু সে ভবিষ্যতটা যদি এমন হয়,, তাহলে চাই না ভাবতে এমন ভবিষ্যৎ নিয়ে, ভাবতে হবে বর্তমান নিয়ে,,বাচাঁতে হবে আমাদের জাতীয় সম্পদ, আমাদের অহংকার রয়েল বেঙ্গল টাইগারকে,,,
সারা বিশ্বের ৩০০০ এর মত বাঘ এখন ও টিকে আছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি আমাদের এই উপমহাদেশে,,আর তাদের শেষ আবাসস্থল আমাদের সুন্দরবনে,,২০১০ সালের বাঘ শুমারি অনুসারে আমাদের দেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ৪৫০ টি,,, যা হাতে কলমে আরো অনেক কম!! বিলুপ্তির হাত থেকে এই অমূল্য সম্পদকে যদি আজকে আমরা রক্ষা করতে এগিয়ে না আসি তাহলে, তাহলে কি জবাব দিব প্রকৃতিকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে??
তাই আসুন সবাই সোচ্চার হয়, কাধেঁ কাধঁ মিলায়, ধ্বংসের হাত থেকে রক্ষা করি রয়েল বেঙ্গল টাইগার।
আবার সুন্দর বন হবে বাঘের গর্জনে মুখরিত, তার সাথে গর্জে উঠবো আমরা,,,তাক লাগিয়ে দিবো বিশ্বকে!!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩
হো ইম বলেছেন: হুম ভাই
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
রায়হান চৌঃ বলেছেন: কেন্ ভাই...... বাংলাদেশের জাতীয় পশু "রাজনৈতিক নেতা" বল্লে কি খুব বেশি বেমানান হয় ....??
আর সংসদ টা কে জাতীয় চিড়িয়া খানা বল্লে হয় না...
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
হো ইম বলেছেন: সেইটাও চলবে রায়হান ভাই, কিন্তু চিড়িয়াখানার অনেক জীবতো এখন বাইরে :p
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
নুর ইসলাম রফিক বলেছেন: আবার সুন্দর বন হবে বাঘের গর্জনে মুখরিত, তার সাথে গর্জে উঠবো আমরা,,,তাক লাগিয়ে দিবো বিশ্বকে!!
সহমত