![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা কি কখনো শীতের রাতে নির্জন সড়কে হেটে বেড়িয়েছো? কখনো কি রাতের আধারে ফুটপাতের ভাঙা বস্তিতে তোমাদের অপলক দৃষ্টি গিয়েও থমকে দাড়ায়নি??
নাকি তোমরা দেখে ও না দেখার ভান করেছো, তোমাদের চোখে কি সে জীর্ন শীর্ন দেহগুলো চোখে পড়েনি? সে ক্ষুদারতো চোখ গুলো কি তোমাদেরকে এতটুকু ভাবিয়ে তোলেনি? রাতের অন্ধকারে তাদেরকে তোমরা কঙ্কাল ভেবো না, ভেবো না পথের ছদ্মবেশী ভিখীরি,, তারা মানুষ, তারা দিনমজুর, তারা এ দেশ গড়ার কারিগর,,,
রোদে পোড়া ঘর্মাক্ত বিশ্রী দেহগুলো কি তোমাদের সুখের আকাশ তৈরিতে এতটুকু ঘাম ঝড়ায় নি? তাদের ময়লা হাতে বুনা শষ্য কি যুগে যুগে তোমার আহার মিটিয়ে তোমাকে এতটুকু তৃপ্ত করতে পারেনি?? নাকি তোমরা তোমাদের তৃপ্ততা নিয়ে লুকোচুরি খেলছো!! অস্বীকার করবে? করো,,, টাকা দিয়ে কিনে খেয়েছি এইটা বলবে তো? বলো,,, মনে রেখো তোমার ঐ টাকা, আমার দেশের কৃষকের পেট ভরালে ও, তাদের মন ভরাতে পারবে না,,,পারলে তাদের মনটা ভরিয়ে দাও,, তাদেরকে বুকে টেনে নাও, দূরে ঠেলে দিও না এই দুঃখী মানুষগুলোকে, তোমাদের এতটুকু ভালোবাসা তাদের জীবনে পূর্ণতা এনে দিতে পারে,, এরা যে মাটির মানুষ, এরা ভালোবাসা চায়, তোমার ঐ টাকা না,,,
সেই মানুষগুলো কেও কি তোমরা ভুলে গেছ? যারা বছরের পর বছর পরবাসে অকাতর জীবন-যাপন করছে,,যাদের কাছে জীবনের একেকটা দিন অভিশাপময়,,তাদেরকে তোমরা দূরে ঠেলে দিও না, তাদের কান্না শোনার মত কেউ যে নেই সেখানে, তারা কাদেঁ ফুফিয়ে ফুফিয়ে, একাএকা, অন্ধকার ঘরে!! প্রিয়জন,প্রিয় জম্মভূমি থেকে আজ তারা বহূ দূরে,,,নাকি সময় তাদের কথাও তোমাদের ভূলিয়ে দিয়েছে? হে নেমহারামের দল, তোমরা কিভাবে তাদেরকে ভুলে যেতে পারো! ভুলেয় যদি যাবে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের কথাও ভুলে যাও, কিসের এতো রিজার্ভের গর্ব তোমাদের, তারা না থাকলে কোথায় থাকতো তুমি আর তোমাদের এই দেশ?? তাদেরকে একটু সম্মান দিতে তোমাদের কোন বিবেকে বাদে? নাকি তোমরা বিবেকহীন পরগাছা!!
কোন আক্কেলে তোমরা ঐ মানুষগুলোকে ননসেন্স বলো?? যাদের রাত-দিন পরিশ্রমে আজ তোমাদের দেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়ে আছে পোশাক রপ্তানীকারক দেশ হিসেবে। তারা লেখাপড়া জানে না, তারা ভদ্রতা জানে না, তারা লোভী কিংবা আনকালচার, এই যদি হয় তোমাদের যুক্তি,,,ধিক্কার তোদের লেখাপড়াকে, কেতা পুরি তোদের কালচার সোসাইটির, আরে যে পাতে ভাত খাস সেই পাত আজ তোদের কাছে এত নোংরা কেন?? নাকি, তোদের ভদ্র সমাজ তোদের অস্তিত্ব নিয়ে আজ ওয়াকিফ!!
যতদিন তোরা ঐ জীর্ন-শীর্ন দেহ গুলোকে মানুষ ভাববি না, যতদিন ঘর্মাক্ত দেহ গুলোকে ভালোবেসে কাছে টেনে নিবি না, যতদিন তোরা একা মানুষগুলোকে তাদের প্রপ্য সম্মান দিবি না,যতদিন ঐ আনকালচার মানুষগুলোকে স্বশিক্ষিত ভাববি না,,,ততদিন তোদেরকে আমি তোমরা ডাকবো না, ততদিন তোদের প্লেটের প্রতিটি ভাত তোদের অভিশাপ দিবে,,,
ততদিন তোরা নিজেকে মানুষ দাবি করিস না, পাপ হবে,,,তোদের না, এই দেশের!!!
©somewhere in net ltd.