![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন তাদের চাওয়াটা কি খুব বেশি ছিল?? তারা তো ৭ কোটি মানুষের জন্য একটি সুখী দেশ চেয়েছিল, একটি ভূখন্ড চেয়েছিল যেখানে আমরা স্বাধীনতা ভোগ করতে পারি,,বাচাঁর মত বাচঁতে পারি,,, কি?? আমরা তো স্বাধীন এটা বলবেন তো?
সত্যি বলতে কি,
জাতি হিসেবে আমরা যতটা না স্বাধীন, মানুষ হিসেবে আজও আমরা তার চেয়েও অনেক বেশিই পরাধীন,,
যে দেশে মুক্তিযুদ্ধারা গ্রামে-গঞ্জে দু বেলা খাবারের অভাবে রাত দিন খেটে মরছে, সন্তানের চিকিৎসার জন্য এ দুয়ার ও দুয়ার হানা দিচ্ছে, বেচেঁ থাকার জন্য প্রতিনিয়ত ক্ষুদা নামক দানবের সাথে যুদ্ধ করছে, আবার সে দেশেই মুক্তিযুদ্ধার জাল সার্টিফিকেট বানিয়ে কিছু শিক্ষিত কুলাঙ্গার তাদের অধিকার হরন করছে, পাকিস্তানের দালালদের করা হচ্ছে সর্ব্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত!!! এই যদি হয় স্বাধীনতা,,,চায় না এমন স্বাধীনতা,,,
তারা তাদের রক্ত দিয়ে এ দেশ গড়েছিল, আমাদের জন্য দিয়ে গেছে একটি লাল-সবুজের পতাকা, আমরা কি তার মর্যাদা দিতে পেরেছি, যুগে যুগে দেশ প্রেম আমাদের মুখে য়ুগলে পড়েছে, দেশ প্রেমের নামে এ দেশের মাটিকে আমরা করেছি কলঙ্কিত, নির্লজ্জের মতো করেছি বমি,,
নেতা-নেিএরা সফলতার নামে যুগে-যুগে আমাদের খনার বচন শুনিয়ে আসছেন,,তারা রাস্তার ধারে পড়ে থাকা বস্ত্রহীন শিশুটির চোখে আমাদের কে বিজয় দেখায়, তারা সম্ভলহীন মুক্তিযুদ্ধাদের অসহায় পরিবারের মুখে আমাদেরকে স্বাধীনতা দেখায়, তারা নিজেদের লোভের পাহাড়ের মাঝে আমাদেরকে মুক্তিযুদ্ধ দেখায়, তারা কর্মহীন তরুনদের মাঝে আমাদের অর্থনৈতিক মুক্তি দেখায়,,, কিন্তু তারা বারবার ভুলে যায়, আমরা ললিপপ খেয়ে বেড়ে উঠা জাতি না, আমাদের শরীরেও সেই একই রক্ত, যে রক্ত একদিন নিজ প্রয়োজনে সবুজের মাঝে লাল বৃও সৃষ্টি করেছিল,,
অনেক ত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে এ বিজয়,, যারা এ রক্তের সাথে বেইমানী করছে, যারা গরীবের আহার কেড়েঁ নিচ্ছে, তাদেরকে একদিন সে রক্তের দাম এই পৃথিবীর বুকে দিয়ে যেতে হবে,,
সেই দিন আমরা সত্যিকার অর্থে স্বাধীন হবো, সেই দিন না হয় সবাই মিলে বিজয় উদযাপন করবো,,সে বিজয় হবে ১৬ কোটি মানুষের, বিজয় হবে ৩০ লক্ষ শহীদের, বিজয় হবে লাল আর সবুজের,,
©somewhere in net ltd.