![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" COUNTRY MOVES WITH US "
যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা অনেকেই এই লেখাটার সাথে পরিচিত,,,চট্টগ্রাম কাস্টমস মোড়ে পানির ফোয়ারায় এই কথাটা লিখা আছে,,,
কথাটা কিন্তু মোটে ও মিথ্যা না, পুরো বাংলাদেশ চট্টগ্রামের উপর কতোটা নির্ভরশীল সেইটা আন্দার ভাই কানা ও জানে, কিন্তু দুঃখের বিষয় হলো বন্দর নগরী চট্টগ্রাম অনেকটায় অবহেলিত!! যতোটা আমাদের প্রাপ্তি, তার চেয়ে অনেক কমই আমরা পাচ্ছি!!
যে শহরকে একসময় হেলদি সিটি বলা হতো, সে শহরেই আজকে ময়লা-আর্বজনায় জর্জরিত! শুধু মাএ বারিক বিলডিং এলাকায় দৈনিক যে পরিমান ধূলা-বালি উড়ে, বাংলাদেশের আর কোনো এলাকায় ঐ পরিমান ধূলা-বালি উড়ে কিনা আমার সন্দেহ আছে,,বর্ষার কথাতো আর নাই বা বল্লাম,,জলাবদ্দতায় পুরো শহর একটি ছোট-খাট সমুদ্রে পরিনত হয়,, আর প্রতিদিন কাটগড় থেকে গাড়িতে যাওয়ার পথে সিটি কর্পোরেশন কতৃক প্রতিষ্ঠিত আর জনগন কতৃক পচায়িত রাস্তার পাশে যে সমস্ত ডাস্টবিন আছে সেগুলো যদি মেয়র সাহেব আর এমপি পালের অফিস আর ঘরের সামনে নিয়ে ফেলে আসতে পারতাম, ওনারা বুঝতো সুগন্ধ কারে কয়!!!
মহোদয় বৃন্দ, আপনারা সোনার চামচ মুখে নিয়ে জম্মেছেন কিংবা জম্মের পর সোনার চামচ মুখে দিয়েছেন, আপনাদের প্যারাডো গাড়ি আছে, যেখানে সুগন্ধ আপনাদের নাকে পৌঁছায় না, আপনারা ভোটের আগে ব্যতীত আমাদিগকে দর্শন দেন না, ভোটের পর আপনাদের বলদ মার্কা চেহারাটা পোস্টার কিংবা টিভি ছাড়া আর কোথাও দেখা যায় না! কিন্তু আমরা মধ্যবিও ঘরের মানুষ, আমাদের ৬ নম্বর কিংবা ১০ নম্বর বাসই শেষ আশ্রয়স্থল, ঝড় বৃষ্টিতে ও আমাদের কাজের উদ্দেশ্যে বের হতে হয়,,,আর সর্বোপরি আমরাও মানুষ, আমাদের ও একটা নাক আছে যেটা প্রকৃতির মুক্ত সুবাস গ্রহন করতে চাই,,
তাই এখনো সময় আছে হয় প্যারাডো গাড়ি থেকে নামুন, নইতো টেনে নামাতে আমাদের ২ মিনিট ও লাগবে না, মাইন্ড ইট,,,
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪
হো ইম বলেছেন: একদিন না একদিন তো নামাবই,,,, হ্যাপি নিউ ইয়ার
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: বাঙালী তো হাড্ডি ছুঁড়ে দিলে জিহ্বা বের করে দৌড়াতে থাকে হাড্ডির পেছনে। তাই তো তারা অনেক গুলো হাড্ডি জমিয়ে রাখে নির্বাচনের জন্য। টেনে নামাতে পারবেন তো ?
হ্যাপ্পি নিউ ইয়ার