![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তাল মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অনুমোদনবিহীন নৌযান। প্রানের ঝুকি নিয়ে প্রতিদিন দৌলতখান-আলেকজান্ডার নৌরুটে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। মেসার্স মোহনা সিপিং লাইন্স নামক নৌযানটি প্রতি দিন ২ শিফতে (১১টা ও ৩টায়) দৌলতখান থেকে আলেজান্ডারের উদ্দেশ্যে, বীরশেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়। লঞ্চের যে দৈঘ্য তাতে এই রুটে এবং আবহাওয়ায় এই লঞ্চ চলার উপযোগী নয় , এমনকি ধারন ক্ষমতার ৩ গুন বেশী যাত্রী নিয়ে লঞ্চটি প্রতিনিয়ত এভাবে পারাপার করছে। দূর্ঘটনা থেকে রক্ষার জন্য নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
যে কোন মুহুত্রেই লঞ্চটি দূর্ঘটনার কবলে পরে শত শত প্রান হানীর আশংকা রয়েছে। অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার নির্দেশ মোতাবেক ১৫মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ৬ মাস দৌলতখান থেকে আলেকজেন্ডার নৌ রূটে ছোট লঞ্চ চলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকলেও একটি সঙ্গবদ্ধ চক্র অার্থিক সুবিধা ভোগের জন্য এ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিনিয়ন রুটপারমিট বিহীন লঞ্চ দিয়ে যাত্রী পরাপার করাচ্ছে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
বিলুনী বলেছেন: ভাল লিখেছেন । বেশ উপকারী পোষ্ট যথাযথ কতৃপক্ষের সচেতন হওয়া প্রয়োজন ।
পোষ্টের মধ্যে থাকা এগুলিকে একটু ঠিক করে নেয়ার বিষয় বিবেচনা করতে পারেন ।
আশংখা < আশংকা
প্রানের< প্রাণের
ঝুকি < ঝুঁকি
সিপিং < শিপিং
শিফতে < শিফটে
বীরশেষ্ঠ < বীরশ্রেষ্ঠ
দৈঘ্য < দৈর্ঘ
ধারন < ধারণ
গুন < গুণ
মুহুত্রেই < মহুর্তেই
প্রান < প্রাণ
পরাপার < পারাপার
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহণ করা উচিত।