নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং করাটা আমার শখ, শখের মধ্য দিয়ে আমি অনেক কিছু জানতে চাই, জানাতে চাই, নিজে উপকৃত হবো এবং অন্যকেও আমার দ্বারা উপকৃত করার চেষ্টা করবো। অহেতুক ঝুট ঝামেলা আমার পছন্দ নয়, আমার লেখায় কোন অসংগতি দেখা গেলে ব্যাক্তিগত আক্রমণ না করে সুন্দরমার্জিত

হতচ্ছাড়া বালক

হতচ্ছাড়া বালক › বিস্তারিত পোস্টঃ

বোরখাপরিহিতা ছাত্রীদের প্রতি শিক্ষকদের একপেশে আচরণ কেন?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬


বিশ্ববিদ্যালয় পর্যায়ে ড্রেস কোডের প্রয়োজন আদৌ আছে কিনা? স্কুল-কলেজের মত বিশ্ববিদ্যালয়েও ড্রেসকোড চালু এবং তা মানতে বাধ্য করা বাড়াবাড়ি নয় কি? উল্লেখ্য যে, সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামী পোশাকের কড়াকড়ি আরোপ করা হয়।

যার যার রুচিমাফিক ছেলেমেয়ে নির্বিশেষে সেলোয়ার কামিজ, জিন্স প্যান্ট, টি শার্ট পরা যদি পোশাকের স্বাধীনতা হয়ে থাকে এবং তাতে বাধা দেয়ার এখতিয়ার কেউ না রাখে তাহলে বোরখাওয়ালীরা হিজাব, নিকাব এবং ছেলেরা পাঞ্জাবী, পায়জামা পরিধান করে ক্লাসে আসলে ক্ষতি কি এবং কেন বোরখা ছেড়ে আসতে বাধ্য করা হবে?

কেন দুদিন পর পর হিজাব-নিকাব পরিহিতা ছাত্রীদের অপমান করা হবে? তারাতো কারো ক্ষতি করছে না, পরিশীলিত পোশাক পরে ক্লাসে আসা কি অমার্জনীয় অপরাধ?

আপনি বলেন, তাদের দেখলে চেনা যায় না, অপরিচত মনে হয় কিন্তু তাদের শরীর, মুখ ঢাকা হলেও চোখতো অন্ধ নয়, আপনাকে দেখেও সম্মান করেনি, কখনো কি এমন হয়েছে কি? তাহলে কেন বোরখার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা?

আপনি বলেন, বোরখা পরে নকল করতে সুবিধা, তাই পরীক্ষার হলে হিজাবধারীদের নানানভাবে নাজেহাল করেন, আসলে কি নকল তারাই শুধু করে? বিশবিদ্যালয় জীবনে অনেক পরীক্ষা দিলাম, সাধারণ পোশাকে মেয়েদেরকেও নকল করার হিরিক দেখেছি, তাহলে দোষটা কেন এক পেশে হবে?

আপনি যেমন বোরখা, দাঁড়ি,টুপি, পাঞ্জাবী সহ্য করতে পারেন না, তাই আপনার স্টাইল মত পোশাক পরেন, তাতে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না, জোরে গেলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে শালিন পোশাক পরার কথা বলে, তারাও তেমনি টাইট পিট জিন্স শার্ট অথবা এ জাতীয় পোশাক পছন্দ করে না, তাদের মর্জিমত পোশাক পরে, তাতে আপনি বাধ সাধেন কেন?

আপনি শিক্ষক, ছাত্র-ছাত্রী সবাই আপনার কাছে সমান, সে যে দল, মত বা পথের হোক, আপনি কেন পক্ষপাতদুষ্ট হয়ে শুধু হিজাব পরার কারণে সন্তানতূল্য মেয়েদের সাথে এমন বর্বর আচরণ করেন?

শুধু কি বিদ্বেষপ্রসূত হয়ে এমন করছেন, নাকি যৌক্তিক কারণও আছে? বোরখা পরে ক্লাসে আসে বলে আপনি তাদের বেয়াদব, বেহায়া, নির্লজ্জ বলে গালি দেন, তাহলেতো দেখছি আদবের সংজ্ঞা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে! কারণ যাই হোক, বেয়াদবি নেবেন না, তারা আপনার মেয়ের মতই, তাদের সাথে এমন জঘন্য আচরণ মোটেও উচিত নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.