নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনা বঞ্চনা।।।

আসল পাগল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

আসল পাগল › বিস্তারিত পোস্টঃ

আবার আসিব ফিরে -জীবনানন্দ দাশ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

আমি শিল্পের, সাহিত্যের কিছু বুঝি না । কবিতা আমার কাছে দুর্বোধ্য মনে হয় । কিন্তু জীবনানন্দ আমাকে টানে । প্রকুতির নির্মোহ বর্ণনা আমাকে যান্ত্রিক শহর থেকে সবুজ গ্রামে নিয়ে যায় । বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসার এমন দৃষ্টান্ত বাংলা সাহিত্যে বিরল বলেই মনে হয় । প্রকৃতির এত তুচ্ছ উপাদানও যে এমন শৈল্পিক হয়ে উঠতে পারে কারও কবিতার গাঁথুনিতে তা আবার আসিব ফিরে কবিতাটি না পড়লে বিশ্বাসই হতো না । আমার ভালো লাগার কবিতাটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।




আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ



আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে ;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়:
হয়তো বা হাঁস হবো- কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় ;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে ;
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙা বায় ; রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক ; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.