![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
আমি অধম এক মাস্টার মানুষ । আমার শ্রেণিতে যে কত কিসিমের ছাত্র থাহে তার ইয়ত্তা নাই ।একেকজন একেক দিকে পিএইচ ডি ডিগ্রী করা ।এই মহানদের কন্ট্রোল করা মোর জন্য যারপরানই কষ্ট হয়ে যায়। কেউ কয় আইজক্যা মাথা ব্যথা, কেউ কয় গা ব্যথা। আবার কেউ কয় আইজক্যা পড়বার মন চাইত্যাছে না, একটা গল্প কন স্যার । গল্পের কথা উঠলেই ব্যাবাকটির ব্যাবাক সমস্যা দূর অইয়া যায় । দু একদিন গল্প কওনের পরে দেহি এরা পড়া বাদ দিয়া খালি গল্প হুনবার চায় । এহেন অবস্থা হইতে মুক্ত হইবার নিমিত্তে পুরাতন এক গলেপর আশ্রয় নিতে হইল । গল্পটা এমন :
গল্প শুরুর পরথমেই ওয়াদা করানো হইলো যে এই গল্পের সমাপ্তি হওয়ের আগে আর কোন গল্প হুননের আবদার করা যাইব না এবং প্রতি অংশের পরের অংশ হুননের জন্য তারপর কইতে হইবো । তারা তো হগোলেই এক কথায় রাজি । এবার আমার আষাইঢ়া গপপো শুরু হইলো : এক দেশে আছিল এক রাজা । হে ছিল খুব বালা । তার রাজ্যে কোন সমস্যা আছিল না । রাজ্যে প্রচুর ফসল অইত যা দিয়ে ব্যাবাক মানুষ আরামসে দিন কাডাইত।এক বছর রাজ্যে কোনহান থিকা যেন লাক লাক কুটি কুটি পাখি আইয়া হাজির অইল। তারা খেতের সব ফসল খাইয়া তুষ বানাইয়া দিল ।এখন উপায় কী ? অনেক ভেবে চিন্তে রাজা এক জাল বানাইল যা দিয়া পুরা রাজ্য ঢাইক্যা ফেলা যায় । এবার পাখি জালের ভিতরেই থাক । জালের সুতাগুলান আছিল খুবই শক্ত । কিন্তু পাখিগুলার মধ্যে একটা আছিল খুবই বজ্জাত । ঐ পাখিটা এমনভাবে একটা ছিদ্র করছে যে দুই ঘণ্টা চেষ্টা করলে একটা পাখি জালের বাইরে যাইবার পারে । এ পর্যন্ত কইয়া আমি থাইমা গেলাম, আমি আর কিছু কইনা ।
ছাত্ররা জিগায় তারপর ?
উত্তর : দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল। আবার থাইমা থাকি ।
ছাত্র : তারপর ?
আমি: দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
ছাত্র : তারপর ?
আমি: দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
এভাবে বলার পর তারা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তারপর?
আমি : দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
এবার ওরা বল শেষে কী হইলো ।
আমি: কুটি কুটি লক্ষ লক্ষ পাখি বাইর অইতে মেলা বছর সময় লাগব।এতো পরের ঘটনা তো আগেই কওয়া যাইব না । আগে পাখিগুলারে বাইরে যাইতে দিতে অইবো । পাখিগুলো বাইর অইতে থাউক । ততক্ষণে লও যাই আমরা পড়ালেহা করি । একথা হুইনাই তো ওগো চোখ বড় বড় হইয়া গেছে ।
©somewhere in net ltd.