![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় তাঁর বাবা বিচার চান না বলে জানিয়েছেন । তবে নিয়ম অনুযায়ী একটা মামলা করবেন বলেও তিনি উল্লেখ করেছেন । আর দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেমের এই মন্তব্যটিকে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ ভালোভাবে গ্রহণ করেন নি। তিনি শোকগ্রস্ত পিতার সাথেই সম্পর্ক খুঁজে পেলেন হত্যাকারীদের । বাবার কাধে সন্তানে লাশ- এর চেয়ে কঠিন বেদনাদায়ক কোনো অনুভূতি পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করিনা। সেই বাবাকেই যখন হানিফ সাহেব খুনিদের সাথে মিলিয়ে বক্তব্য দেন তখন তাঁর বিবেক কি একটুও নাড়া দেয়না ? আমাদের অনুভূতিগুলো দিন দিন ভোঁতা থেকে ভোঁতাতরো হয়ে যাচ্ছে । মাননীয় হানিফ সাহেব আপনি তো রাজনীতি করেন । রাজনীতিতো মানুষের জন্য জন্য । তাহলে মানুষের কষ্ট আপনাকে নাড়া দেয়না কেন? নাকি রাজনীতি নামের অপরাজনীতি করেন আপনারা? যে পিতাকে সান্ত্বনার বাণী শোনানোর কথা তাঁকেই খুনিদের সম্পর্ক আছে বলে প্রচার করছেন । হে রাজনীতিবিদ আপনি কি ভেবে দেখেছেন কেন অধ্যাপক সাহেব বিচার চাননা? কেন বিচার চাননা সেটা আপনারা আমরা ভালো করেই জানি । বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে । বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তলানীতে গিয়ে ঠেকেছে। এ অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব কার? দীপন নাস্তিক কিনা আমি জানিনা । যদি সে নাস্তিক হয়েও থাকে তারপরও তো সে মানুষ । বিচার ব্যবস্থা কী আস্তিক আর নাস্তিকের জন্য আলাদা? অক্টোবর মাসেই দেশে ৪৮৬ জন মানুষ খুন হয়েছেন । এটা আমাদের গা সওয়া হয়ে গেছে । আবার দেশের অবস্থাকে আপনি আমেরিকার সাথে তুলনা করছেন । একটা চুটকি মনে পড়ে গেলো । দুই ভাইবোন এস এস সি পরীক্ষা দিয়েছে। ফল প্রকাশ হলো যেদিন সেদিন বাবা ছেলেকে প্রশ্ন করল তোর রেজাল্ট কী? তখন ছেলে জবাব দিল আপাও ফেল । আমেরিকার অবস্থা খারাপ হলে আমাদের অবস্থাও খারাপ হতে হবে এমন যুক্তিকে কিভাবে গ্রহণ করা যায়? আমাদের দেশে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই । বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থার সৃষ্টি হলে আর কোনো সন্তানহারা বাবাকে বলতে হবেনা আমি সন্তান হত্যার বিচার চাইনা ।
©somewhere in net ltd.