![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব
হারাদিন গাঁদার মতো খাইট্যা দ্যাশের সরকাররে ট্যাক্স দেই। গার্মেন্টস কারখানার কর্মী বাই বুইনের রক্ত পানি করা কামে বিদ্যাশ থিকা কারেন্সি আহে। বিদ্যাশে মাতার গাম পায়ে ফালিয়া আমার বাইয়েরা দ্যাশে টাহা পাডায়। আর এই টাহা মাইরা দেয় জানোয়ারের বাচ্চারা , আর আমগো হেই কতা জানুন লাগে বিদ্যাশের পেপারের সংবাদ থিকা। হালা জোচ্চোরের বাচ্চারা আমাগো টাহা ফেরত দে।।।।।।।।।।।।।।।।।।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
আসল পাগল বলেছেন: আমাগো জন্যি আছে কাঁচকলা।।।
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:০০
কালনী নদী বলেছেন: দিনকে দিন, উইডের দাম বাড়ছেই!
তামাকের দাম আকাশছুয়া।
এই সরকার সালার এলকোহলিক,
বোঝে না মানবদরদীর ব্যথা।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
আসল পাগল বলেছেন: অর্থমন্ত্রী জানেইনা দেশে ১, ২ বা ৫ টাকার নোট দিয়ে দেশে কিছু পাওয়া যায়। আর আমাগো পকেটে এই নোট বা কয়েনই বেশি থাকে। কাজেই আমাগো দুঃখ যে তিনারা বুঝবেন না এটাই তো স্বাভাবিক। আর তামাকের দামের কথা বলছেন ভাই? বেনসন বাদ দিয়া এখন ডার্বি খাই।।
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:১৫
ডা: শরীফুল ইসলাম বলেছেন: টাহা ফেরত দে কইলাম +++++++
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
আসল পাগল বলেছেন: টাহা অবশ্যই ফিরত পাবেন ভাইজান- তয় যে মাসে শুক্রবার নাই ঐ মাসে।।।।।
৪| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৫
বন্দি কন্ঠস্বর বলেছেন: টাহা নিছে ফেরত দেয়ার জন্য না।
১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
আসল পাগল বলেছেন: হাচা কতাই কইছেন ভাই। হাতের মাছ পানিতে পড়লে কী আর ঐ মাছ ধরা যায়??
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৯
শেয়াল বলেছেন: লোভ!! সব লিপ্সা!! বাটপারি করে নিজেদের সেরা প্রমাণের প্রচেষ্টা!!!
আমাদের জন্য আপাতত কিছুই নাই। সব তাগো।