নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনা বঞ্চনা।।।

আসল পাগল

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

আসল পাগল › বিস্তারিত পোস্টঃ

আমরা উটপাখি হতে চেষ্টা করছি

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪



ছোটবেলায় শুনেছিলাম উটপাখি নাকি উড়তে পারেনা। তখন মনে মনে বিষয়টি নিয়ে অনেক ভাবতাম- পাখি , সে উড়তে পারেনা; তাহলে সে আবার পাখি হয় কী করে?? এই পাখির কী উড়তে না পেরে খারাপ লাগেনা? তার স্বজাতি সবাই বিশাল আকাশে মনের সুখে উড়ে বেড়ায়, কিন্তু তার পাখা কোনো কাজেই লাগেনা। এ বিষয়ে আমার কল্পিত একটি গল্প এরকম: একদা এক উটপাখি আকাশে উড়াটিকে চ্যালেঞ্জ হিসেবে নিল। দিন-রাত চেষ্টা করতে লাগল উড়ার ক্ষমতা অর্জন করার জন্য। একবার সে এক পাহাড়ের উপর থেকে লাফ দিল এই ভেবে যে পাহাড় থেকে নিচে পড়তে যে সময় লাগবে ঐ সময়ের মধ্যে সে পাখা ঝাপটে উড়ার চেষ্টা করবে। চেষ্টা করতে গিয়ে বেচারা পাখিটি এমনভাবে নিচে পড়ল যে তার ঠোট মুখ মাটির মধ্যে গেথে গেল। ইহধাম ত্যাগের পূর্ব পর্যন্ত সে পাখিটি ঐ ভাবেই পরে রইল, তার মাথা আর উপরে উঠল না।। সবার আদরের শাবকের এই মৃত্যুতে উটপাখি সমােজ শোকের মাতম বয়ে গেল। বাচ্চা পাখিটির স্মৃতিকে(!!) ধরে রাখতে তারা নিয়ম করল এক অদ্ভুত রীতি । এখন থেকে যত বিপদ-ঝড়-ঝঞ্ঝা-অন্যায়-অত্যাচার আসুক না কেন তারা সবাই ঐ মৃত পাখিটির মতো করে মুখ (মাথা) মাটির ভেতরে গুজে রাখবে।।।।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: ওটা আবার কি ছবি!!!!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

আসল পাগল বলেছেন: সব পুরুষের জন্য ওটাই দরকার ভাইজান।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.